Sony Xperia XZ2 স্মার্টফোনটি ভারতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে, এই ডিভাইসটির দাম 72,990টাকা
সোনি ভারতে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Sony Xperia XZ2 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে, আর এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটির দাম 72,990টাকা রাখা হয়েছে। আর এর মানে এই যে ভারতে কোয়াল্কম তাদের লেটেস্ট চিপসেতের সঙ্গে এই ডিভাইসটি লঞ্চ করে দিয়েছে। আর এটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ হওয়া এখন পর্যন্ত সব থেকে দামি স্মার্টফোন। তবে এই ডিভাইসটি বিশ্বের প্রথম ডিভাইস যাতে 4K HDR ভিডিও রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি কোম্পানির তরফে 1 আগস্ট থেকে অফলাইন স্টোর্স আর সোনি সেন্টারে বিক্রি করা শুরু হবে।
এই ডিভাইসটির স্পেক্স আর ফিচার্সের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ডিভাইসে আপনারা 5.7 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে পাবেন আর এটি 1080×2160 পিক্সালের 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিভাইস। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845চিপসেট দেওয়া হয়েছে আর এতে একটি 6GB র্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যেম বাড়াতে পারবনে। আর এই ডিভাইসটি সবার আগে MWC 2018 তে নিয়ে আসা হয়েছিল।
এই স্মার্টফোনটিতে একটি 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনে 5মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে আর এর সঙ্গে এটি IP68 সার্টিফায়েড। আর এছাড়া এতে 3180mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।