Sony Xperia XZ1 আর XZ1 Compact নতুন আপডেট পাচ্ছে
এই আপডেট টি নভেম্বর অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ যুক্ত
সোনির মোশান আই ক্যামেরা সম্প্রতি আপডেট পেয়েছে যা ছবি ডিস্টর্শান যুক্ত। এই আপডেটটি প্রথমবার XZ Premium এ দেখা গেছিল আর এবার এই আপডেটটি Xperia XZ1 আর XZ1 Compact এর জন্য পাওয়া যাচ্ছে।
এই আপডেটটি নভেম্বর সিকিউরিটি আপডেটের সঙ্গে আসে।
এই আপডেটটির কথা বলা হলেও আপনাকে এটি পেতে হলে এক্তু অপেক্ষা করতে হবে। এটি বিল্ট ভার্শান 47.1.A.5.51 পর্যন্ত পাওয়া যায় তবে অ্যান্ড্রয়েড 8.0.0 ওরিওর জন্য একটু পরে পাওয়া যাবে।
ইন্সটল হওয়ার পরে আপনি ক্যামেরা সেটিংস এ ইমেজ ডিস্টর্শান মোড কারেকশান দেখতে পাবেন। আপনি এটি ফ্লিপ করলে সফটওয়্যার সোনি ওয়াইড লেনসের বদলে যাওয়া ডিস্টর্শন কে কম করে দেবে।
Xperia XZs এখনও মোশান আই আপডেট পায়নি। এটি পরবর্তী ওরিওর অংশ হতে পারে।
Sony Xperia XZ1 ফোনটিতে 19MP’র মোশান আই ক্যামেরা আছে, যা এই বছরের প্রথমে Xperia XZ Premium ফোনে দেখা গেছে। এই ফোনটিতে থাকা 19MP’র প্রাইমারী ক্যামেরা f/2.0 অ্যাপার্চার, লেজার অটোফোকাস, প্রেডিক্টিভ ফেস ডিটেকশান, ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর LED ফ্ল্যাশ যুক্ত। এই ক্যামেরাটি 960 ফ্রেমস প্রতি সেকেন্ডে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।