Sony Xperia XZ Premium, 19 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা যুক্ত
মোবাইল তৈরির কোম্পানি Sony র স্মার্টফোন Sony Xperia XZ Premium এর পিঙ্ক কালার ভেরিয়েন্ট লঞ্চ হয়ে গেছে. এই কালার ভেরিয়েন্ট এখন শুধু UK মার্কেটে জুন থেকে পাওয়া যাবে.
Sony Xperia XZ Premium এর এই ভেরিয়েন্টকে গ্লোবালি লঞ্চ করা হবে কিনা সে বিষয়ে কোম্পানি এখনও অব্দি কোন অফিসিয়াল ঘোষনা করেনি. এই ফোনটি UK তে প্রি বুকিং করা যাচ্ছে.
Sony Xperia XZ Premium ফোনটিতে 19 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে যা সুপার স্লো মোশন ভিডিও সাপোর্ট করে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির 4K HDR Triluminous ডিসপ্লে আছে.
এছাড়া এই ডিসপ্লেটি গোরিলা গ্লাস 5 যুক্ত. এই ডিভাইসে লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট. এই ডিভাইসটিতে 3230mAh ব্যাটারি আছে.
আপাতত এই স্মার্টফোনটি শুধু UK তে প্রি-বুকিং এর জন্য পাওয়া যাচ্ছে. ভারতে এই ফোনটির লঞ্চিং এর বিষয়ে কোন খবর পাওয়া যায়নি. UK তে এই স্মার্টফোনটির দাম £649 অর্থাত প্রায় Rs.53,615.