Sony Xperia XZ Premium ভারতে গত স্পতাহে লঞ্চ হয়েছিল। এবার এই স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 4K HDR ডিসপ্লে আছে। এছাড়া এটি এরকম প্রথম ফোন যাতে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। এর দাম Rs. 59,990।
Sony Xperia XZ Premium ফোনটিতে 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা সুপার স্লো মোশান ভিডিও সাপোর্ট করে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির 4K HDR Triluminous ডিসপ্লে আছে।
এছাড়া এই ডিসপ্লেতা গোরিলা গ্লাস 5 আছে। এই ডিভাইসে লেটেস্ট স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট যুক্ত। এই ডিভাইসের ব্যাটারি 3230mAh।