এই ডিভাইসে 4GB র্যামের সঙ্গে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্শন অ্যান্ড্রয়েড 7.1.1 আছে
ফোন তৈরিকারী কোম্পানি Sony’র স্মার্টফোন Sony Xperia XZ Premium বেঞ্চমার্কিং ওয়েবসাইট গ্রিকবেঞ্চে দেখা গেছে. এই টেস্টের সময় এই ডিভাইসের র্যাম আর অ্যান্ড্রয়েড ভার্শনের বিষয়ে জানা গেছে.
এই ডিভাইসে 4GB র্যামের সঙ্গে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্শন অ্যান্ড্রয়েড 7.1.1 আছে. Sony Xperia XZ Premium এ 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা সুপার স্লো মোশন ভিডিও সাপোর্ট করে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির 4K HDR Triluminous ডিসপ্লে আছে.
এছাড়া এই ডিসপ্লেতে গোরিলা গ্লাস 5 আছে. এই ডিভাইসে লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট. এই ডিভাইসে 3230mAh’র ব্যাটারি আছে.
আপাতত এই স্মার্টফোনটি শুধু UK তে প্রি-বুকিং করা যাচ্ছে. ভারতে এইফোনটির লঞ্চিং এর ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি. UK তে এই স্মার্টফোনটির দাম £649 অর্থাত প্রায় Rs.53,615. UK’ তে এই স্মার্টফোনটি 22 মে লঞ্চ হবে.