Sony Xperia XZ Premium স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারের সঙ্গে ভারতে লঞ্চ হল

Sony Xperia XZ Premium স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারের সঙ্গে ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

Sony Xperia XZ Premium এর দাম ভারতে Rs 59,99 করা হয়েছে

Sony Xperia XZ Premium ফোনটি শেষ অব্দি ভারতে লঞ্চ হল। ভারতে এই স্মার্টফোনটির দাম করা হয়েছে Rs 59,990। এটি 12ই জুন থেকে ভারতে সেলের জন্য পাওয়া যাবে। এই স্মার্টফোনটিকে আজ 2 জুন থেকে প্রি বুক করা যাবে। এই ফোনটি অনলাইন আর অফলাইন দুই জায়গায়ই পাওয়া যাবে। অনলাইনে এই ফোনটি অ্যামাজন থেকে কেনা যাবে।

কোম্পানি এই ফোনটির সঙ্গে বেশ কিছু প্রি-বুক অফারও দিচ্ছে। ফোনটি প্রি বুক করলে ইউজার্সরা SRS-XB20 ওয়ারলেস ব্লুটুথ স্পিকার পাবে, যার দাম Rs. 8,990 ।

Sony Xperia XZ Premium এ 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে যা সুপার স্লো মোশান ভিডিও সাপোর্ট করে। এই ডিভাইসটির ডিসপ্লে 5.5 ইঞ্চির যা 4K HDR Triluminous যুক্ত।

এছাড়া এই ডিসপ্লেটিতে গোরিলা গ্লাস 5  আছে। এই ডিভাইসে লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835  প্রসেসার আছে। এর অপারেটিং সিস্টেম 7.0  নৌগাট। এই ডিভাইসের ব্যাটারি 3230mAh।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo