Sony Xperia XA1 Ultra ভারতে লঞ্চ হল, দাম Rs 29,990

Updated on 21-Jul-2017
HIGHLIGHTS

Sony Xperia XA1 Ultra ফোনটিতে 23MP রেয়ার ক্যামেরা হাইব্রিড অটোফোকাস আর LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে, এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16MP’র

Sony Xperia XA1 Ultra স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হল। ভারতীয় বাজারে এই ডিভাইসটির দাম Rs 29,990 রাখা হয়েছে। এটি সোনি সেন্টার আর অন্যান্য ইলেকট্রনিক্সের দোকানে সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট আর গোল্ড রঙে পাইয়া যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এর সঙ্গে কোম্পানি এই ফোনটির সঙ্গে বেশ কিছু অফারও দিয়েছে। এই ডিভাইসের সঙ্গে ইউজাররা Rs 1,490 দামের কুইক চার্জও দিয়েছে। আর সাথে Sony LIV অ্যাপটির তিন মাসের সাবস্ক্রিপশান পাওয়া যাচ্ছে।

Sony Xperia XA1 Ultra ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 6-ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে। এর পিক্সাল ডেনসিটি 367ppi। এটি 2.3GHz অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P20 64-বিট প্রসেসার আর মালী- T880 MP2 GPU যুক্ত। এই ফোনটির র‍্যাম 4GB আর ইন্টারনাল স্টোরেজ 64GB। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

Sony Xperia XA1 Ultra ফোনটিতে 23MP’র রেয়ার ক্যামেরা হাইব্রিড অটোফোকাস আর LED ফ্ল্যাশের সঙ্গে আছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16MP’র। এই 4G LTE স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনের ব্যাটারি 2700mAh এর। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন।

 

Connect On :