এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে 4GB র্যাম থাকবে
একের পর এক মোবাইল কোম্পানি একের পর এক নতুন ফোন নিয়ে আসছে. একটি নতুন ফোন বাজারে আসার সঙ্গে সঙ্গেই আরো একটি ফোন তাকে প্রতিযোগিতায় ফেলতে নতুন ফোন নিয়ে আসছে. এবার এই ফোন যুদ্ধে, Samsung আর LG’র পরে এবার ফোন কোম্পানি Sony একটি টল আর নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে. MobileXpose ওয়েবসাইটে Sony’র একটি স্মার্টফোনের রেন্ডার লিক হয়েছে.
মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি Sony Xperia X Ultra. এই ডিভাইসে 6.45 ইঞ্চির ডিসপ্লে থাকবে. এর স্ক্রিনে অ্যাস্পেক্টার রেসিও 21:9 হবে. এও মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার এর সঙ্গে 4GB র্যাম থাকবে.
এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 64GB হতে পারে. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট v7.0 অপারেটিং সিস্টেমে কাজ করবে. এই ডিভাইসে 3050mAh ব্যাটারি কুইক চার্জিং 3.0’র সঙ্গে থাকবে.