আপনারা যদি Sonyর কোন Xperia মোবাইল ফোন নেওয়ার ইচ্ছে থাকে তবে এখন একটি ভাল সুযোগ এসেছে কারন এক্সপেরিয়া মোবাইল ফোনের দাম ক্মে 10,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট হয়েছে, আর আপনাদের আমরা এবার বলব যে এর মধ্যে কোন কোন ফোন আছে
আপনাদের বলে রাখি যে ভারতে ফেস্টিভ সিজেন শুরু হয়ে গেছে আর সম্প্রতি বিভিন্ন ই কমার্স সাইটের এই সময়ের সেল সবে শেষ হয়েছে। আর এবার জানা গেছে যে Sony প্রায় 6টি Experia Mobile Phones য়ের ওপরে কোম্পানি ডিস্কাউন্টের কথা জানিয়েছে।
আপনাদের বলে রাখি যে এই মোবাইল ফোনে 10,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট হয়েছে। আর আপনাদের বলে রাখি যে যে Sony Xperia মোবাইল ফোনের দাম কমেছে বলে জানা গেছে সেগুলি হল- Sony Xperia R1, Xperia R1 Plus, Xperia XA1, Xperia XA1 Plus, Xperia XZ1 আর Xperia XZ Premium মোবাইল ফোন আছে। আর এবার এবার দেখা যাক যে এদের আগে দাম কী ছিল আর এখন কী দাম হল।
Sony Xperia Mobile Phone য়ের দাম কমল
আপনাদের প্রথমে Sony Xperia R1 ফোনটির বিষয়ে বলি এই ফোনের দাম আগে ছিল 9,490 টাকা, আর এবার এটি মাত্র 7,990 টাকায় পাওয়া যাবে। আর এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 12,990 টাকা। আর আমরা এছাড়া যদি Sony Xperia R1 Plus ফোনটি দেখি তবে এর দাম ছিল 12,990 টাকা আর এবার এটি 10,990 টাকায় পাওয়া যাবে। আর Sony Xperia XA1ফোনটির দাম আগে ছিল 17,990 টাক আর এই ডিস্কাউন্টের পরে এটি মাত্র 12,990 টাকায় পাওয়া যাবে। আর এর মানে এই যে এর দাম 5,000 টাকা কমেছে।
আর আমরা যদি Sony Xperia XA1 Plus ফোনটি দেখি তবে এর দাম ছিল 19,990 টাকা আর এটি এবার মাত্র 14,990 টাকায় পাওয়া যাবে। আর এর মানে যে এই ফোনটির দাম 5,000 টাকা মত কমেছে।
আর এর সঙ্গে আমরা যদি Sony র প্রমিয়াম ফোনের বিষয়ে বলি তবে এই তালিকায় Sony Xperia XZ1 আর Xperia XS Premium আছে। আর এই দুটি মোবাইল ফোন টেলিকম টকের রিপোর্ট অনুসারে 10,000 টাকা কমেছে। আর Xperia XZ1 ফোনটি 44,990 টাকায় পাওয়া যেত এবার সেটি 34,990 টাকায় পাওয়া যাবে। আর এর মানে এই এটি 10,000 টাকা দাম কমেছে। আর যদি আমরা Sony Xperia XS Premium য়ের বিষয়ে বলি তবে 49,990 টাকা দামের এই ফোনটি এবার মাত্র 39,990 টাকায় পাওয়া যাবে।