Sony Xperia L1 ভারতে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে
এই স্মার্টফোনটি 5.5 ইঞ্চির HD IPS ডিসপ্লে যুক্ত হবে যার রেজিলিউশন 720 x 1280p
মোবাইল কোম্পানি Sony ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার তোড়জোড় শুরু করে দিয়েছে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে. এই স্মার্টফোনটিকে Sony Xperia L1 নাম দেওয়া হয়েছে.
এই স্মার্টফোনটি 5.5 ইঞ্চির HD IPS ডিসপ্লে যুক্ত হবে যার রেজিলিউশন 720 x 1280p. এছাড়া এই ডিভাইসে কোয়াড-কোর মিডিয়াটেক MT6737T 64-bit প্রসেসার দেওয়া হয়েছে.
আরো দেখুন: পেটিএম 23 মে থেকে শুরু করবে তাদের ব্যাঙ্ক অপশন
এই ডিভাইসে 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসে অন স্ক্রিন বটন আছে. এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই. এই স্মার্টফোনটির ক্যামেরা 13MP’র.
সোনির এই ফোনটিতে 2620mAh এর ব্যাটারি আছে. এই ডিভাইসে কানেক্টিভিটির জন্য Wi-Fi 802.11 a/b/g/n, GPS, GLONASS, NFC, মাইক্রো ইউএসবি টাইপ C পোর্ট আছে.
আরো দেখুন: BSNL তাদের এই স্কিমে 3 দিনের জন্য আনলিমিটেড ডাটা দিচ্ছে