সম্ভবত সোনি প্রথম সত্যিকারের বেজাল লেস স্মার্টফোন 31 আগস্ট নিয়ে আসব, এতে 6-ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রেসিও রেট 18:9 হবে
সোনি ঘোষান করেছে যে বিশ্বের প্রথম বেজাল লেস স্মার্টফোন তারা 31 আগস্ট লঞ্চ করবে। যা বার্লিনে অনুষ্ঠিত IFA 2017’র একদিন আগে হবে। সোনি এও জানিয়েছে যে এই সত্যিকারের বেজাল লেস স্মার্টফোনটি জাপানের ডিসপ্লে যুক্ত হবে যা 6-ইঞ্চির ফুল অ্যাক্টিভ ডিসপ্লে যুক্ত হবে যা IFA ইভেন্ট বার্লিনে লঞ্চ হবে তার আগেই এই ফোনে দেখা যাবে।
এই DI'র ফুল অ্যাক্টিভ ডিসপ্লেটি 6-ইঞ্চির ডিসপ্লে যার রেজিলিউশন 2160 x 1080 পিক্সাল। এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেসিও 18:9, যা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে একে আলাদা করেছে। স্যামসং এর গ্যালাক্সি S8 আর LG'র G6 এর অ্যাস্পেক্ট রেশিও যথাক্রমে 18.5:9 আর 18:9। সোনির 6-ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটি LG'র G6 এর থেকে অনেক বেশি লম্বা হবে।
এই স্মার্টফোনের বিষয়ে আর তেমন ডিটেলস জানা যায়নি। তবে এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টিক থাকবে। এও শোনা গেছে যে এটি Xperia XZ1, XZ1কমপ্যাক্ট এবং X1 এবছরের IFA 2017তে আসবে। যা MWC 2017 তে অ্যানাউন্স করা হয়েছিল। নতুন বেজাল লেস স্মার্টফোনটি হয়ত XZ1 প্রিমিয়াম হবে।