Sony Xperia XA1 Ultra খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে

Sony Xperia XA1 Ultra খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

Sony Xperia XA1 Ultra তে 23MP’র রেয়ার ক্যামেরা হাইব্রিড অটোফোকাস আর LED ফ্ল্যাশের সঙ্গে থাকবে। এটিতে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে

সম্প্রতি সোনি Sony Xperia XZ Premium স্মার্টফোনটিকে Rs. 59,990 দামে লঞ্চ করেছে। এবার মনে হচ্ছে যে কোম্পানি তাদের পরবর্তী নতুন স্মার্টফোন Sony Xperia XA1 Ultra ভারতে লঞ্চ করার তোরজোড় করছে। Sony Xperia XA1 Ultra সোনির ভারতের ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে, তবে এখানে এখনই এই ফোনটির দামের ব্যপারে কিছু বলা হয়নি।

Sony Xperia XA1 Ultra’র ফিচার কেমন তা একবার দেখা যাক। এতে 6- ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এর পিক্সাল ডেনসিটি 367ppi। এটি 2.3GHz অক্টা-কোর মিডিয়াটেক হেলিয়া P20 64-বিট প্রসেসার যুক্ত আর এটিতে মালী T880 MP2 GPUও আছে। এর র‍্যাম 4GB’র আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB/64GB। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

Sony Xperia XA1 Ultra তে 23MP’র রেয়ার ক্যামেরা হাইব্রিড অটোফোকাস আর LED ফ্ল্যাশের সঙ্গে আছে। এটিতে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি একটি 4G LTE স্মার্টফোন। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ব্যাটারি 2700mAh এর। এটি ডুয়াল সিমের স্মার্টফোন।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo