তিনটি নতুন স্মার্টফোন আনছে Sony

তিনটি নতুন স্মার্টফোন আনছে Sony
HIGHLIGHTS

সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে আসতে পারে সোনির দুটি নতুন স্মার্টফোন Sony Xperia X Compact ও Xperia XZ৷ শনিবার টুইটারে মডেল দুটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল৷

সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে আসতে পারে সোনির দুটি নতুন স্মার্টফোন Sony Xperia X Compact ও Xperia XZ৷ শনিবার টুইটারে মডেল দুটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল৷

আরও দেখুন: ৫০১ টাকায় স্মার্টফোন আনছে এই মোবাইল কোম্পানি

সোনি তাদের ফ্ল্যাগশিপ ‘Z’ সিরিজের স্মার্টফোনগুলির উৎপাদন বন্ধ করে বাজারে নিয়ে এসেছিল নতুন ‘X’  সিরিজ৷ সেই সিরিজেরই নতুন প্রোডাক্ট Sony Xperia X Compact হ্যান্ডসেটে থাকবে 4.6 ইঞ্চির স্ক্রিন৷ স্ন্যাপড্রাগন 820SoC প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ বা 4GB র‍্যাম৷ থাকবে 2700mAh ব্যাটারি৷ আসন্ন 2 সেপ্টেম্বর থেকে বার্লিনে শুরু হতে চলা IFA 2016 অনুষ্ঠানে নতুন মডেল দু’টি সর্বসমক্ষে আনতে পারে৷

 

Xperia XZ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন 5.2 ইঞ্চির হতে পারে বলে খবর TechTastic ওয়েবসাইটের৷ তবে এর র‍্যাম হবে 4GB, ক্যামেরাও দুর্দান্ত! সোনির 23 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ওয়েবসাইটটি৷ ফ্রন্টে অটো-ফোকাস সমৃদ্ধ 13 মেগাপিক্সেল৷

শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানেই সোনি Xperia XR স্মার্টফোনও জনসমক্ষে আনতে পারে৷ এই হ্যান্ডসেটের ডিসপ্লে বেশ বড়, 5.1 ইঞ্চির হতে পারে সূত্রের খবর৷ এতেও থাকবে স্ন্যাপড্রাগন 820 প্রসেসর৷ রিয়ার ক্যামেরার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে পারে৷

আরও দেখুন: অ্যাপল আইফোন 7 স্মার্টফোন 7 সেপ্টেম্বর হতে পারে লঞ্চ

আরও দেখুন : শাওমি রেডমি নোট 4 হল সেল এর জন্য উপলব্ধ

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo