সোনির H81XX সিরিজের ফোনের বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে, এই ফোনটি 4K ডিসপ্লে আর অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত হবে

সোনির H81XX সিরিজের ফোনের বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে, এই ফোনটি 4K ডিসপ্লে আর অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত হবে
HIGHLIGHTS

Sony H81XX স্মার্টফোনটি XZ Premium প্রিমিয়ামের জায়গা নেবে আর এটি জাপানি কোম্পানির তৃতীয় ফোন হবে যা 4K স্ক্রিন যুক্ত হবে

সোনির H83XX সিরিজের পরে এবার কোম্পানি ইউজার এজেন্ট প্রোফাইলের মাধ্যমে দুটি নতুন স্মার্টফোনের সিরিজের বিষয়ে জানা গেছে যা H81XX আর H82XX নামে পরিচিত হচ্ছে। এর মধ্যে থেকে প্রথম প্রিমিয়াম বা হাই এন্ডের ডিভাইস দুটি ভার্শান (H8116 আর H8166) এর সঙ্গে আসবে আর ডিভাইসে 2160 x 3840 পিক্সাল রেজিলিউশান যুক্ত ডিসপ্লে থাকবে যা অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমে কাজ করবে।

Sony H81XX স্মার্টফোনটি XZ Premium প্রিমিয়ামের জায়গা নেবে আর এটি কোম্পানির তৃতীয় ফোন হবে যা 4K স্ক্রিন যুক্ত হবে। এটি প্রথম ফোন হবে যা মিনিমাম বেজেলের সঙ্গে হাই রেজিলিউশান যুক্ত হবে, সোনি এই বিষয়ে নিশ্চিত করেছে যে এটি কোম্পানি 2018 সালের ডাইরেকশানে থাকবে।

কোম্পানির আরও ফোন H82XX সিরিজও লাইনে আছে যা  H8216, H8266, H8276 আর H8296 মডেলে আসবে। কোম্পানির UAProfs এর মাধ্যমে ফিচার্সের বিষয়ে জানা গেছে এই ফোনটিতে  1080p ডিসপ্লে আর অ্যান্ড্রয়েড ওরিও আছে। এই ডিভাইসটি XZ1 এর জায়গা নিতে পারে, যা অনেক ভার্শানে আসবে।   

 সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo