ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত এটিই হবে সোনির প্রথম স্মার্টফোন
এই স্মার্টফোনটিতে 16MP + 8MP’র ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে যা 4K ভিডিও ক্যাপচার করতে পারে
সোনি এখন ও পর্যন্ত কোন ডুয়াল ক্যামেরা ফোন নিয়ে আসেনি। কিন্তু খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের মিড-রেঞ্জ ডিভাইস Sony Xperia H3213 Avenger এ ডুয়াল ক্যামেরা সেটআপ দেবে।
GFXbench অনুসারে এই স্মার্টফোনটিতে 16MP + 8MP’র ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে যা 4K ভিডিও ক্যাপচার করতে পারে। এই ফোনটির রেয়ার ক্যামেরাও বেশ ভাল হবে যাতে 21MP’র সেন্সার থাকবে আর এটি 4K ভিডিও ক্যাপচার করতে পারবে।
এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট যুক্ত হবে আর এতে 4GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এটি একটি মিড রেঞ্জার ফোন হিসাবে ভাল এটি 2018 ‘র টপ ফোনকে প্রতিযোগিতায় ফেলবে।
এই ডিভাইসটিতে 6 ইঞ্চির ডিসপ্লে থাকবে যা 1080p রেজিলিউশান যুক্ত হবে। সোনির এই ডিভাইসে 18:9 স্ক্রিনও থাকতে পারে। এই ফোনটি স্ক্রিন আর চিপসেট স্ক্যানার যুক্ত একটি আল্ট্রা মডেল হবে। এটি XA রেঞ্জে আসবে। তবে এখনও পর্যন্ত এই ডিভাইসটির দাম আর লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।