হাজার পনেরোর মধ্যে ভাল ক্যামেরা যুক্ত কিছু দারুন ফোন

Updated on 14-May-2019
HIGHLIGHTS

ভাল ক্যামেরা যুক্ত ফোনের তালিকায় আছে স্যামসাং

আমরা আজকে এরকম পাঁচটি ফোনের বিষয়ে বলব

আমরা যখন স্মার্টফোন কিনি বা কেনার কথা ভাবি সেই সময়ে আমাদের মাথায় কিছু ফ্যাক্ট থাকে। এখনে ফ্যাক্ট বলতে আমরা বলতে চাইছি যে সেই সময়ে আমাদের মাথায় যেমন ফোনের দাম থাকে তেমনি ফোনের স্পেক্স আর ফিচার্সের কথাও থাকে। আমরা একটি ফোন কেনার আগে সাধারনত অনেক চিন্তা ভাবনা করেই কিনে থাকি। এই ফোনের তালিকায় স্যামসাংও আছে। 

আর আমরা এই সময়ে ফোন কেনার সময়ে প্রথমে প্রসেসার বা র‍্যামের থেকেও বেশি অনেক সময়েই ফোনের ক্যামেরা কথা ভাবি। অবশ্যই একটি ভাল ফোনের ভাল ক্যামেরার সঙ্গে সেই ফোনের র‍্যাম বা প্রসেসারও দরকারি। আর এসবের সঙ্গে আমাদের মাথায় অবশ্যই দামের কথা থাকে। আর আজকে আমরা এখানে আপনাদের সেই চাহিদার কথা মাথায় রেখে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যে গুলি 15 হাজার টাকার মধ্যে ভাল ক্যামেরা অফার করে।

আমরা আপাতত এই রেঞ্জের ভাল ক্যামের যুক্ত ফোনের মধ্যে থেকে পাঁচটি ফোন বেছে নিয়েছি।

XIAOMI REDMI NOTE 7 PRO

Redmi Note 7 Pro ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 13,999 টাকা আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আর য 11,999 টাকায় Redmi Note 7 ফোনটি কেনা যায় আর এই ফোনে আপনারা 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা।

Note 7 Pro  ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5;9 আর এই ফোনে একটি ডট নচ ডিসপ্লে আছে। আর ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত আর এই ডিভাইসটি রিফ্লেক্টিভ গ্লাস ডিজাইন যুক্ত। Redmi Note 7 Pro ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা তে 48+5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর এই ফোনে ফ্রন্টে একটি 13MP র AI ক্যামেরা দেওয়া হয়েছে।

SAMSUNG GALAXY M30

Galaxy M30 ফোনটি কোম্পানির M সিরিজের ফোন আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা একটি নচও পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে Exynos 7904 অক্টা কোর প্রসেসার পাবেন আর এর সঙ্গে এই ফোনের ক্যামেরার দিকটি যদি দেখি তবে এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP+5MP র ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

SAMSUNG GALAXY M20

Sasmung Galaxy M20 ফোনটির স্পেক্স যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 6.3 ইঞ্চির FHD+LCD ইনফিনিটি V ডিসপ্লে আছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিউও 19:9:5। আর এই ফোনে আপনারা দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাবেন। 32GB আর 64GB আর এদের র‍্যাম যথাক্রমে 3GB/4GB। আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে।

HONOR 10 LITE

Honor 10 LIte ফোনটিতে আপনারা অক্টা কোর  HiSilicon Kirin 710 প্রসেসার পাবেন। এই ফোনে GPU Turbo 2.0 আছে আর এই ফোনের গ্রাফিক্স পার্ফর্মেন্স আর এফিসিয়েন্সির জন্য 60% বুস্ট করতে পারে। আর এই ফোনে আপনারা ক্যামেরাতে একটি 13 আর অন্যটি 2 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ডিসপ্লে 6.21 ইঞ্চির IPS LCD Full HD+।

ফোনের ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লের টপে ওয়াটার ড্রপ নচে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 3,4000mAh য়ের ব্যাটারি পাবেন।

HONOR 8X

Honor 8X ফোনটিতে আপনারা একটি 6.5 ইঞ্চির FHD+ TFT IPS নচ ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1080×2340।

ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে আর এর সঙ্গে ফি অনে আপনারা 6GB র‍্যাম পাবেন আর এর স্টোরেজ 64GB থেকে 128GB পর্যন্ত পাওয়া যাবে। ফোনে একটি 3,750mAH য়ের ব্যাটারি আছে।

ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে 20+2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 3.5mm ওডিও জ্যাক পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :