ভারতের 48MP র ক্যামেরা যুক্ত স্মার্টফোনের বিষয়ে জানুন
এই লিস্টে সেই সব ফোনের নাম আছে যেগুলি 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে বা হতে চলেছে সেই সব ফোনের নাম আছে
Sony আর Samsung 48MP সেন্সার নিয়ে আসার পরে স্মার্টফোন কোম্পানি গুলি এবার সবধরের দামের মধ্যে ফোনে এই সেন্সার দেওয়া শুরু করেছে। আর স্যামসাং আর সোনির দুজনেরই 48MP ক্যামেরার সেন্সার এক 0.8um পিক্সাল আর সব মিলিয়ে ½.0 ইঞ্চি সাইজ যুক্ত। আর এই আর্টিকেলে আমরা আপনাদের সেই সব স্মার্টফোনের বিষয়ে বলব যেগুলি 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে বা হতে চলেছে।
Honor View 20
Honor View 20 স্মার্টফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন আর এছাড়া আপনারা এই ফোনে 25MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন আর যা মোবাইল ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য হিসাবে উঠে এসেছে। আর এই ফোনে আপনারা একটি 4,000mAH য়ের ব্যাটারি আপেবন। আর Honor View 20 ফোনে অ্যান্ড্রয়েড পাই নির্ভর ম্যাজিক UI 2.0 তে চলে। আর এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির একটি FHD+ TFT LCD আল ভিউ ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা 6GB আর 8GB র্যাম অপশান পাবেন আর এদের স্টোরেজ 128GB আর 256GB র পাবেন তবে এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করা সম্ভব না।
Redmi Note 7
Redmi Note 7 ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য এর 48MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা 48MP আর 5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এটি রেডমির প্রথম ফোন যা 48MP ক্যামেরার সঙ্গে RMB999 (10,000টাকা)তে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 4,000 mAhয়ের ব্যাটারি পাবেন।
Redmi Note 7 Pro
Redmi Note 7 য়ের মতন Redmi Note 7 Pro ফোনেও সোনির 48MP র ক্যামেরা থাকবে। আর এই ফোনটি ভারতে Redmi Note 7য়ের সঙ্গে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আর Redmi Note 7 Pro ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC থাকতে পারে। আর এই ফোনটি 6GB র্যাম আর 128GB স্টোরেজে আসতে পারে আর এই ফোনের বিষয়ে এখনও বেশি কিছু জানা যায়নি।
Oppo F11 Pro
লিক অনুসারে Oppo F11 Pro স্মার্টফোনটি 48MP ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। আর গুজবে বলা হচ্ছে যে কোম্পানি মার্চের শুরুতেই এই ফোনটি নিয়ে আসবে। আর কোম্পানি জানিয়েছে যে Oppo F11 Pro ফোনটি একটি 48MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে। আর এই ফোনে ডুয়াল ক্যামেরা লো লাউটে ভাল ছবি নিতে পারবে। AI ইঞ্জিন স্টেবিলাইজেশান আর স্ক্রিন ব্রাইটনিং য়ের মতন ফিচার্সের সঙ্গে এই ফোনটি আসবে। গত মাসে Oppo F11 Pro ফোনের লিক ছবিতে ফোনের ফ্রন্ট দেখা গেছিল। এই ফোনে নচ ডিসপ্লেতে একটি 32MP র সেলফি ক্যামেরা থাকবে।
Vivo V15 Pro
Vivo র ফেসবুকের টিজার অনুসারে Vivo V15 আর Vivo 15 Pro ফোনে ট্রিপেল র্যেয়ার ক্যামেরা হাইলাইট করা হয়েছে। আর এই ফোনে 48MP+8MP+5MP রেয়ার ক্যামেরা থাকতে পারে। আর V15 Pro ফোনের ফ্রন্টে 32MP র পপ আপ ক্য্যামেরা থাকতে পারে।
Moto Z4 Play (রিউমার্ড)
Moto Z4 Play ফোনটি এখনও লঞ্চ হয়নি তবে এই ফোনের অনেক লিক সামনে এসেছে। এই লিক অনুসারে ফোনের ব্যাকে 48MP র ক্যামেরা থাকবে আর এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আর এই ফোনে সোনি বা স্যামসাংয়ের 48MP র সেন্সার থাকবে আর এই ফোনে সম্ভবত 3,600mAh য়ের ব্যাটারি থাকতে পারে।
Realme 3 (রিউমার্ড)
Realme র একটি পোস্ট অনুসারে এই স্মার্টফোনের ওপ এ তারা কাজ করছে যা 48MP র ক্যামেরা যুক্ত হবে আর এই বিষয়ে কোম্পানির CEO র কাছ থেকে জানা গেছে। এই ফোনটি Realme 3 হতে পার আর এটি 2019 সালের প্রথম কোয়াটারে লঞ্চ করা হতে পারে। আর এই ফোনের বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি।