10,000 টাকার দারুন কিছু 3GB র‍্যাম যুক্ত ফোন

10,000 টাকার দারুন কিছু 3GB র‍্যাম যুক্ত ফোন
HIGHLIGHTS

আপনারা যদি এমন একটি ফোন কিনতে চান যা মিডরেঞ্জের ফোন চান যা 3GB র‍্যামে পাওয়া যাবে আর এই লিস্টে আজকে আমরা আপনাদের জন্য এরকম কিছু ফোনের সন্ধানই নিয়ে এসেছি আর এই ফোন গুলির দামও 10,000 টাকার মধ্যে

আপনারা যদি একটি ফাস্ট স্মার্টফোন কিনতে চান আর আপনাদের বাজেট হয় 10,000 টাকা তবে এই দামে এই রকম দারুবন কিছু স্মার্টফোন আপনারা পেয়ে যাবে। এই দামের রেঞ্জের মধ্যে আপনারা পার্ফর্মেন্সের সঙ্গে মেমারি ইন্টেন্সিভ গেম আর অ্যাপলিকেশানও অয়াবেন। আর এই রকমের কিছু টপ স্মার্টফোনই আপনারা কিনতে চাইবেন। আর আজকে আমরা আপনাদের জন্য তেমনই কিছু ফোনের খবর নিয়ে এসেছি।

Lenovo K8 Plus

Lenovo K8 Plus স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লের সঙ্গে 1080×1920 পিক্সাল রেজিলিউশানের ফোন। আর এই ফোনে 2.5GHz কোর প্রসেসার আছে আর এই ফোনে 3GB র‍্যাম দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ডিভাইসটি চলে। আর এই ফোনটি 2017 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। আর এই ফোনটির স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান যুক্ত।

InFocus Epic 1

InFocus Epic 1 2017 সালের মে মাসে লঞ্চ হয়েছিল আর এট অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেমে চলে। আর এর সঙ্গে এই ফোনটি শুধু গোল্ড কালারে পাওয়া যায়। আর এই ফোনটি তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এ ফোনের দাম 9,999 টাকা আর এই ফোনটি 32GB ইন্টারনাল স্টোরেজ আছে।

Huawei Honor 6X

2.1 GHz অক্টা কোর হিলিকন কিরিন 655 প্রসেসার যুক্ত এই স্মার্টফোনটি 3Gb আর 4GB র‍্যাম অপশান যুক্ত। এই ফোনে Mali T830 গ্রাফিক প্রসেসারের সঙ্গে 32GB আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Lenovo Vibe K5 Note

এই লেনোভো ফোনটির দাম 8,490 টাকা আর এই ফোনের স্টোরেজ 32GB। আর এই ফোনটি 1.8GHz অক্টা কোর মিডিয়াটেক MT6755 হেলিও P10 প্রসেসার যুক্ত। আর এই ফোনে 4GB র‍্যাম আর মালি T860 গ্রাফিক প্রসেসার আছে। আর এই ফোনে 32GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Lenovo K9 Power

Lenovo K9 Power ফোনটিতে 3GB র‍্যাম আচে আর এর দাম 9,299 টাকা আর এই ফোনে 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 10,599 টাকা। আর এই ফোনটি 2017 সালের মে মাসে অ্যান্ড্রয়েড 6.0.1 OS য়ে চলে আর এটি সিলভার, গোল্ড, ডার্ক গ্রে কালারে পাওয়া যাবে।

Micromax Evok Dual Note

এই 3GB র‍্যামের ফোনটির আরএকটি 4GB র‍্যাম ভেরিয়েন্ট আছে। আর এটি অ্যান্ড্রয়েড 7.0.OS য়ে চলে আর এর সঙ্গে এই ফোনটি গোল্ড, পার্সিয়ান ব্লু কালারে পাওয়া যায়। আর এই ফটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত। আর এই ফোনে কানেক্টিভিটি অপশানে 3G,4G, GPS, WiFI Bluetooth আছে। আর এই ফোনটির দাম 7,499 টাকা।

Coolpad Cool1

3GB র‍্যাম আর 4GB র‍্যামের এই ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেমে চলে। আর এই ফোনটি গোল্ড, সিলভার, রোজ গোল্ড কালারে পাওয়া জায়। আর এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত ফোন আর এর দাম 8,990 টাকা। এই ফোনটি 1.8GHz কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo