5000mAh য়ের শক্তিশালী ব্যাটারি যুক্ত স্মার্টফোনের তালিকা

5000mAh য়ের শক্তিশালী ব্যাটারি যুক্ত স্মার্টফোনের তালিকা
HIGHLIGHTS

5000mAh য়ের ব্যাটারি Samsung Galaxy M20, Moto G7 Power আর Moto One Powr ফোন গুলিতে আছে

স্মার্টফোন কেনার আগে আমরা একটি ফোনের কিছু জিনিস আমাদের প্রায়োরিটি অনুসারে দেখি। এর মধ্যে ক্যামেরা যেমন থাকে তেমনি শক্তিশালী ব্যাটারিও থাকে। আমরা ফোন কেনার সময়ে শক্তিশালী ব্যাটারি যুক্ত ফোন এই জন্য দেখে বা খুঁজে থাকি কারন সাধারনত একটি শক্তিশালী ব্যাটারির ফোন অনেক বেশি ব্যাবহারের পরেও অনেকক্ষণ ধরে চলতে থাকে।

আর আজকে আমরা এখানে এই আর্টিকেলে এমনকিছু শক্তিশালী ব্যাটারির ফোনের বিষয়ে বলব যা 5000mAH য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। এই ধরনের ফোনের মধ্যে এমনিতে Samsung Galaxy M20, Moto G7 Power আর Moto One Powr ফোন গুলি আছে। তবে এর সঙ্গে আর কোন ফোনে 5000mAh য়ের ব্যাটারি আছে আসুন তা দেখা যাক। আসুন তেব আমরা দেখেনি যে কোন কোন স্মার্টফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy M20

Samsung Galaxy M20 ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির FHD+LCD ইনফিনিটি ডিসপ্লে আপবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9:5। আর এই ফোনের দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে 3GB/32GB আর 4GB/64GB । আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও পাবেন। এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 13+5MP ক্যামেরা আছে আর এইও ফোনে আপনারা ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।

Asus Zenfone Max Pro M2

Asus Zenfone Max Pro M2 ফোনটিতে 6.2 ইঞ্চির ফুল HD+ স্ক্রিন আছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস 6 পয়াবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC দেওয়া হেয়ছে। আর এই ফোনে তিনটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে 3GB/32GB, 4GB/32GB আর 6GB/64GB আর এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে 12+5MP ক্যামেরা দেওয়া হেয়ছে আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP ক্যামেরা আছে।

Asus Zenfone Max Pro M1

এই আসুসের ফোনে আপনারা একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে 2180×1080 পিক্সাল রেজিলিউশান আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13আর 5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 8মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও পাবেন আর ফোনে 5000mAh য়ের ব্যাটারি আছে।

Motorola One Power

Motorola One Power ফোনটিতে 19:9 অ্যাস্পেক্ট রেশিও আছে আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে। আর এই ফোনটি কোম্পানির টার্বো পাওয়ার চার্জিং প্রযুক্তি যুক্ত।

এই মোটোরোলা ফোনে 6.2 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হেয়ছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 SoC আছ্যে। আর এই ফোনে 16+5MP ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে ফ্রন্টে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Moto G7 Power

Moto G7 Power ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির ছোট স্ক্রিন 1570×720 পিক্সাল রেজিলিউশানে পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসার আছে। আর এই ফোনে আপনার একটি 13MP ক্যামেরার সঙ্গে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।

Moto E4 Plus

Moto E4 Plus ফোনটিতে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ফোনে MTK6737 1.3GHz প্রসেসার আছে। আর এই ফোনে 3GB র‍্যাম আছে আর এই ফোনের স্টোরেজ 32GB । আর এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আর এই ফোনে 13MP র ক্যামেরার সঙ্গে ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo