ফ্লিপকার্ট বিগ বিলিয়ান সেলের আগে জানুন তাদের কিছু সেরা ফোনের ডিল

ফ্লিপকার্ট বিগ বিলিয়ান সেলের আগে জানুন তাদের কিছু সেরা ফোনের ডিল
HIGHLIGHTS

ফ্লিপকার্টের এই বিগ বিলিয়ান ডে সেল 11 ই অক্টোবর থেকে শুরু হবে আর এটি ফ্লিপকার্টের বিগ বিলিয়ান ডে সেল হবে

আমরা সবাই জানি যে এই 11 অক্টোবর মানে তৃতীয়ার দিন থেকেই ফ্লিপকার্টে ফ্লিপকার্টে শুরু হবে বিগ বিলিয়ান ডে সেল। আর এই সেল চলবে 14 তারিখ পর্যন্ত। মানে প্রায় পুজোর আগে অব্দি এই সেলের সুযোগ পাবেন আপনারা। আর এবারের এই সেলে HDFC  কার্ডের মাধ্যমে ডেবিট আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 10 শতাংস ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা এই সেলের সুযোগ 10 অক্টোবর থেকে 3 ঘন্টার জন্য পাবেন এর এই সময় শুরু হবে রাত 9 টায়।

আর আজকে আমরা এখানে দেখে নেব যে কোন কোন স্মার্টফোনে এই সেলের সময়ে কেমন অফার পাওয়া যাবে। কারন কিছু স্মার্টফোনের ডিলের বিষয়ে আমরা এর মধ্যেই জেনেছি।

Moto Z2 Force

এই স্মার্টফোনটির দাম এমনিতে 34,999টাকা। তবে এই ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডে সেলের সময়ে এই ফোনটি আপনারা মাত্র 17,499 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Xiaomi Mi Mix 2

এই সাওমির ফোনটিএ দাম এমনিতে 29,999টাকা তবে এই স্পেশাল সেলে এই ফোনটি আপনারা 22,999 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Huawei Honor 10

Huawei র এই স্মার্টফোনটির ওপর একটি সেরা অফার পাওয়া যাচ্ছে। এই ফোনটি ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডে সেলে 24,999 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 32,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo