এই সময়ের কিছু সেরা 8GB র্যাম যুক্ত ফোন
এই ফোন গুলির মধ্যে যে ফোন আছে সেগুলি সবই 8GB র্যামের স্মার্টফোন,আর এই র্যাম ক্যাপাসেটির সঙ্গে এই গুলি এই সময়ের বেশি র্যাম ক্যাপাসেটি যুক্ত কিছু সেরা স্মার্টফোন
প্রযুক্তির এই প্রতিদিনের উন্নতির সময়ে আজকে আমরা যখন পেছন দিকে তাকিয়ে দেখি তখন অনেক সময়ে আমাদের মনে হয় যে কোথা থেকে কোথায় পৌঁছে গেছি। এমন একটা সময় ছিল যখন স্মার্টফোণে 1GB র্যাম অনেক মনা করা হত। আর তার পরে ধিরে ধিরে 2GB,3GB থেকে 4GB র্যাম ও কম মনে হয়। আর তার পরে র্যামের পরিধি ধিরে ধিরে 6GB থেকে 8GB তে এসে পৌছায়। আর এখন অনেক স্মার্টফোনই আছে যা 8GB র্যামের সঙ্গে আসে। এদের স্পেক্সও বেশ ভাল হয়।
আর আজকে আমরা আপনাদের এখানে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে বলব যে গুলি 8GB র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। মানে আজকে এখানে আপনারা কিছু শক্তিশালী র্যাম যুক্ত স্মার্টফোনের ডিটেলস জানবেন। আসুন তবে দেখা নেওয়া যাক কিছু 8GB র্যামের ফোনের বিষয়ে।
Xiaomi Poco F1
এই ডিভাইসটি একটি হাই এন্ড চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 12MP+5MP র ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে একটি AI ক্ষমতাও দেওয়া হয়েছে। আর এর ফ্রন্টে 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি কোয়াল্কম কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।
এই ফোনে 6.18 ইঞ্চির FHD+ 18:7:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত স্ক্রিন আছে। আর এই ফোনে আপনারা হাইব্রিড ডুয়াল সিম স্লট পাবেন।
OnePlus 6
OnePlus 6 স্মার্টফোনটিতে 6.28 ইঞ্চির FHD+ 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে আর এটি একটি সুপার AMOLED ডিসপ্লে যুক্ত ফোন আর এর অ্যাস্পেক্ট রেশিও 2280×1080 পিক্সাল। আর এই ফোনে 3D নায়লন কেস দেওয়া হয়েছে। এই ফোনের স্পেশাল হাই এন্ড ফোনটিতে আপনারা 8GB র্যাম পাবেন।
Oppo Find X
Oppo Find X স্মার্টফোনে একটি 6.42 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি 2340×1080 পিক্সাল রেজিলিউশান আর 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন। এই ফোনে আপনারা কোয়াল্ম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট পাবেন আর এই ফোনে 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে পপ আপ ডুয়াল ক্যামেরা আছে এই ক্যামেরা 16MP+20MP র আর এই ফোনে একটি 25MP র ফ্রন্ট ক্যামেরা আছে।
Vivo NEX
Vivo NEX ফোনে আপনারফা Oppo Find X য়ের মতন র্যাম পাবেন আর একই রকমের স্পেক্স আর ফিচার্স আছে। এই ফোনে আপনারা 8GB র্যাম পাবেন।
Opp R17
এই ডিভাইসটিতে একটি 6.4 ইঞ্চির গোরিয়াল গ্লাস 6 য়ের সুবিধা দেওয়া হয়েছে। আর এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ফোনটিতে AI ক্ষমতা আছে। আর এই ফপ্নে 8GB র্যাম আর 128GB স্টোরেজ আছে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 প্রসেসার আছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে এটি 16MP+5MP র ক্যামেরা সেটআপ আর এই ফোনে ফ্রন্টে 25MP র ক্যামেরা আছে। আর এর ব্যাটারি 3,500mAh য়ের।
Oppo R17 Pro
Oppo R17 Pro স্মার্টফোণে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 চিপসেট আছে। আর এই ফোনটি প্রথম মডেল যাতে এই চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে এসেছে। একটি 6GB র্যাম আর অন্যটি 8GB র্যাম ভেরিয়েন্ট। আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 128GB। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও 8.1 নির্ভর কালার OS 5.2 তে কাজ করে। এই ফোনে 3500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি VOCC ফাস্ট চার্জিং যুক্ত।
Smasung Galaxy Note 9
Note 9 স্মার্টফোনটিতে একটি QHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে একটি ইনফিনিটি ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 2960×1440 পিক্সাল। আর এই ফোনে ডেডিকেটেড বিক্সবি বটন আছে। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, ল্যাভেন্ডার পার্পাল, ওশিয়ান ব্লু আর মেটালিক ব্ল্যাক এই চারটি রঙে পাওয়া যায়। আর এই ফোনে একটি S-Pen আছে। যা ব্লুটুথের সঙ্গে কানেক্টেড। এই ফোনে এক্সিয়ন্স 9810 প্রসেসার আছে এর এর ব্যাটারি 4,000mAh য়ের।
Asus Zenfone 5Z
Asus Zenfone 5Z য়ে একটি 6.2 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি FHD+ এজ টু এজ নচ স্ক্রিনের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এটি 1080×2246 পিক্সাল রেজিলিউশানের। এই ফোনের সর্বাধিক র্যাম 8GB আর এর সর্বাধিক স্টোরেজ 256GB। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 845 দেওয়া হয়েছে।
Razer Phone
ল্যাপটপ তৈরির কোম্পানি Razer বিশ্বের প্রথম গেমিং ফোন লঞ্চ করেছিল, আর এই ফোনটি লঞ্চ করার পরে কোজম্পানি তাদের পরবর্তী গেমিং ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।
Xiaomi Mi 8
Xiomi Mi 8 স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্ট 8GB র্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে। এই ফোনটির অন্য ভেরিয়েন্টটি 6GB/256Gb র। এই চিনে এই ফোনটির দাম 3299 Yuna (প্রায় 33,00 টাকা)। আর এই ফোনটিতে একটি 6.21 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এটি 1080×2248 পিক্সালের 19:8 অ্যাস্পেক্ট রেশিওর ফোন। এই ফোনে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা আছে।
Xiaomi Black Shark
আমরা যদি এই সাওমি ফোনটির স্পেসিফিকেশান দেখি তবে এতে 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 845 আছে। আর এটি 8GB র্যামের ফোন। এই ফোনে CPU টেম্পারেচার লিকুইড কুলিং য়ের মাধ্যমে 8 ডিগ্রি পর্যন্ত কমানো যায়। এই ফোনে One-touch shark key আছে। আর এর মাধ্যমে আপনারা গেমিংয়ের জন্য এটি দেওয়া হয়েছে। এতে স্ন্যাপড্র্যাফন 845 প্রসেসার আছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 Oreo দেওয়া হয়েছে।
Asus ROG Phone
ROG স্মার্টফোন বিশ্বের প্রথম 3D ভেপার চেম্বার কুলিং সিস্টেম যুক্ত ফোন। আর এই ফোনে একটি টাচ সেন্সার আছে আর একটি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটি ইউনিং গেমিং ডিজাইনের সঙ্গে এসেছে। এই ফোনে ROG রিফ্রেস রেট 90H । আর এইফ ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 আছে আর এটি কোয়াল্কম অ্যাড্রিনো 630 GPU যুক্ত।