এই সময়ে ভারতের 20,000 টাকা দামের মধ্যে কিছু সেরা ফোন

Updated on 28-Nov-2018
HIGHLIGHTS

এখানে আমরা আপনাদের এই রেঞ্জের মধ্যে কিছু সেরা গেমিংফোনের বিষয়ে বলব

এই সময়ে অনেক মোবাইল কোম্পানি গুলিই গেমিংয়ের জন্য ফোন তৈরি করছে। আর এই সব ফোনের মধ্যে রেজার ফোন বা সাওমির ব্ল্যাক শার্ক ফোনের মতন অনেক হাই এন্ড ফোন আছে। তবে মিড রেঞ্জ স্মার্টফোনে সেরা গেমিং ফোন আছে কী? আমাদের অনেকের মনেই এই প্রশ্ন উঁকি দেয়।

সত্যি বলতে কী গেমিংয়ের জন্য তৈরি ফোন গুলি অবশ্যই আলাদা রকমের হয়। আর মিড রেঞ্জ বা কম দামের ফোন সাধারনত তেমন হয়না। অনেক মিড রেঞ্জ স্মার্টফোন মিডিয়াটেক আর কোয়াল্কমের চিপসেট ব্যাবহার করে যা হাই এন্ড গেম ভাল করে খেলতে সাহায্য করে। আর এর সঙ্গে ফোনের ইনবিল্ড স্টোরেজও ম্যাটার করে। আর আমরা অনেকেই এখন স্মার্টফোনে গেমিং করে থাকি বা করতে ভালবাসি কিন্তু একটি গেমিং ফোনের যা দাম হয়ে থাকে তার জন্য অনেক সময়েই শুধু গেমিংয়ের জন্য ফোন নেওয়া সম্ভব হয়না। তবে আজকে আমরা আপনাদের এই আর্টিকেলে এই সময়ে ভারতের 20,000 টাকা দামের মধ্যে সেরা গেমিং ফোনের একটি তালিকা নিয়ে এসেছি। আসুন তবে আর দেরি না করে এই তালিকায় থাকা ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।

Xiaomi Mi A2

Xiaomi Mi A2 ফোনটি 20,000 টাকা দামের মধ্যে স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর যুক্ত। আর এই ফোনটি এ সত্বেও ভাল গেমিংয়ের অভিজ্ঞতা দেয়। এই ফোনটিতে এর সঙ্গে এই দামের মধ্যে সেরা ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি একটি 5.99 ইঞ্চির 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হেয়ছে। আর এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর। এই ফোনটিতে একটি 3,010mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 20MP আর এর ডুয়াল রেয়ার ক্যামেরা 12MP+20MPর।

Realme 2 Pro

Realme 2 Pro ফোনটি শুধুমাত্র অনলাইনেই কেনা যায় আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনটির হয়েস্ট ভেরিয়েন্ট 8Gb র‍্যাম আর 128GB স্টোরেজের। আর এই ফোনটিতে তিনটি স্লট দেওয়া হয়েছে। আর এটি একটি ডুয়াল VoLTE সিমের ফোন। আর এই ফোনে একটি 3,410mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo V9 Pro

Vivo V9 Pro ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট আছে আর এই ফোনটি অ্যাড্রিনো 512 GPU যুক্ত। আর এই ফোনটির ক্যামেরাও ভাল।6.3 ইঞ্চির একটি 19:5:9 অ্যাসেপক্ট রেশিও যুক্ত এই HP+ IPS ডিসপ্লের ফোনটির র‍্যাম 6Gb । আর এই ফোনটি 64GB স্টোরেজ অফার করে আর এটি অ্যান্ড্রয়েড 8.1 য়ের ফোন। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MPর ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 16Mp র ক্যামেরা আর 3,260mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi Redmi Note 5 Pro

Xiaomi Redmi Note 5 Pro ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্র্যাগন 636 দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে। আর এই ফোনটি কোম্পানির MIUI 9 সফটোইয়্যারে চলে। আর এই ফোনটি একটি 5.99 ইঞ্চির ফুল HD+IPS ডিসপ্লে দেওয়া হেয়ছে। আর এতে স্ন্যাপড্র্যাগন 636 অক্তা কোরের সঙ্গে দুটি র‍্যাম অপশান আছে। এই ফোনে 4GB/6GB র‍্যাম অপশান পাওয়া যায় আর এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট 64GB। আর এটি আপনারা অ্যান্ড্রয়েড 7.0 র সঙ্গে পাবেন। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা আছে আর এই ফোনে ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে।

Honor Play

হুয়াওয়ে এই ফোনে তাদের ফ্ল্যাগশিপ Kirin 970 চিপসেট এই দামের মধ্যে দিয়েছে। এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজে পাওয়া যায়। আর এই ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি 4GB/6GB র‍্যাম অপশানে পাওয়া যাবে আর এটি 64GB স্টোরেজে কেনা যাবে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 Oreo আছে আর এই ফোনটিতে আপনারা 16MP+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে একটি 3,750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Asus Zenfone Max M1

আসুসের Asus Zenfone Max M1 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 636 আছে। আর এই ফোনটি এই দামের মধ্যে গেমিংয়ের জন্য একটি ভাল অপশান। আর এই ফোনটি সাওমির রেডমি নোট 5 প্রোয়ের প্রতিযোগী ফোন। এই ফোনে একটি শক্তিশালী 5000mAh য়ের ব্যাটারি আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo যুক্ত।

Nokia 6.1 Plus

Nokia 6.1 Plus ফোনটিতে আপনারা কার্ভড সিঙ্গেল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এই জন্য এই ফোনটি ডিজাইনের দিকে অনেক ফোনের থেকে এগিয়ে। আর এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট আছে, আর এই ফোনটি MIUI 10 য়ের সাপোর্ট করে। আর এই ফোনটি একটি 5.5 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে যুক্ত। আর এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5MP র ক্যামেরা আছে আর এই ফোনটিতে 16MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 3000mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত।

Motorola One Power

সম্প্রতি ভারতে মোটোরোলা তাদের মোটোরোলা ওয়ান অ্যান্ড্রয়েড পাওয়ার স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 636 মোবাইল প্রসেসার আর অ্যাড্রিনো 509 GPU আছে। এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে। এই 6.2 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে আছে। আর এই ফোনে একটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হেয়ছে। আর ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম যুক্ত। আর এই ফোনটি 16MP+5MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ফ্রন্টে 12MP র ক্যামেরা আছে।

Samsung Galaxy On 8 (2018)

এই স্যামসাং ফোনটিতে আপনারা 6ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট দেওয়া হয়েছে। আর এটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। এই ফোনে একটি 3500mAh য়ের ব্যাটারি আছে। আর ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে এসেছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.1 Oreo দেওয়া হয়েছে। এই ফোনে 16MP+5MP ররেয়ার ক্যামেরার সঙ্গে 16MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Xiaomi Redmi Y2

Xiaomi Redmi Y2 ফোনটি একটি ভাল গেমিং ফোন এটি 12,000 টাকা দামের মধ্যে। আর এই ফোনটি 5.99 ইঞ্চির ফুল HD+IPS ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 625 অক্টা কোর SoC আছে। এই ফোনটি 3GB/4GB র‍্যাম অপশান আর 32GB/64GB স্টোরেজ অপশানে কেনা যাবে। আর এইফ ফোনে একটি 3080mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটির ফ্রন্টে 16MP র ক্যামেরা আছে আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12MP+5Mp র ক্যামেরা আছে।

 

Connect On :