মাত্র 15,000 টাকার মধ্যে কিছু অসাধারন স্মার্টফোনের অনুসন্ধান

Updated on 27-Aug-2018
HIGHLIGHTS

এই সময়ে ভারেত প্রায়ই কোন না কোন নতুন স্মার্টফোন এসে চলেছে, আর এর মধ্যে আমরা আজকে আপনাদের জন্য এমন কিছু স্মার্টফোন নিয়ে এসেছি যেগুলি কম দামের হলেও কাজে বেশ ভাল

আপনি কী 15,000 টাকা দামের মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চান? তবে তাই হয় তবে আপনাদের জন্য বেশ কিছু ভাল অপশান আছে। এমন অনেক গ্রাহক আছেন যারা এই দামের মধ্যে স্মার্টফোন কিনতে চান। আর এই দামের মধ্যে এই সময়ে বেশ কিছু ভাল স্মার্টফোন পাওয়া যায়। এই বছরে লঞ্চ হওয়া বেশ কিছু সেরা স্মার্টফোনও এই তালিকায় পড়ে। আসুন তবে আজকে আমরা এখানে এখন 15,000 টাকা দামের মধ্যে কিছু সেরা স্মার্টফোনের এক ঝলক দেখেনি।

Xiaomi Redmi Note 5 Pro

এই স্মার্টফোনটি 5.99 ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে যুক্ত। আর এই ডিভাইসে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এর র‍্যাম 4GB আর এটির দাম 14,999 টাকা।আর এটি 6GB র‍্যাম ভেরিয়েন্টেও পাওয়া যায় যার দাম 16,999 টাকা।

 

Asus Zenfone Max Pro M1

এই ফোনে একটি 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর রেজিলিউশান 2180×1080 পিক্সালের। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আছে। আর এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। আর এছাড়া এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo ছাড়া 5,000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনে 3GB র‍্যাম আর 4GB র‍্যাম দুটি অপশান আছে আর এর 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম `10,999 টাকা আর এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999টাকা।

Oppo Realme 1

ওপ্পোর সাবব্র্যান্ডের এই স্মার্টফোনটি 6ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। আর এছাড়া এতে মিডিয়াটেক হেলিল P60 চিপসেয়াত আছে আর এই ফোনটি ডুয়াল 4G সাপোর্টের সঙ্গে এসেছে।

Moto G6

Moto G6 স্মার্টফোনটিতে 5.7 ইঞ্চির ফুল HD + ম্যাক্স ভিশান ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। আর এটি একটি নতুন এজ-টু-এজ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন জার অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনটিতে 3D কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান আছে। আর এই ফোনটিদুটি ভেরিয়েন্টের ফোন। এই ফোনের একটি ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনের অন্য ভেরিয়েন্টটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত।

 

Xiaomi Redmi 5

Xiaomi Redmi 5 স্মার্টফোনটি একটি 5.7ইঞ্চির HD+ রেজিলিউশানের ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে আর এছাড়া এটি 1440×720 পিক্সাল রেজিলিউশানের ফোন। এই ফোনের অ্যাস্পেক্ট রেশিউও 18:9। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি ভেরিয়েন্ট 2GB র‍্যাম আর 16GB ইন্টারানাল স্টোরেজের। আর বাকি দুটি ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 4GB র‍্যাম ভেরিয়েন্টের।

 

Mi Max 2

Mi Max 2 স্মার্টফোনটি অ্যালুমিনিয়াম ইউনিবডির স্মার্টফোন আর এই ফোনে 12 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আছে আর এটি Sony র IMAX386 সেন্সার যুক্ত। এওই ফোনটিতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

 

Honor 7X

এই স্মার্টফোনের ফিচার্স আমরা একবার দেখেনি। এই ফোনটিতে 5.93ইঞ্চির একটি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2160x1080p রেজিলিউশানের। আর এই ডিভাইসে কিরিন 659 চিপসেট, 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের স্টোরেজকে SD কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়। এই ফোনের র‍্যাম 4GB আর এর স্টোরেজের দুটি ভেরিয়েন্ট 32GB আর 64GB।

 

Honor 9 Lite

Honor 9 Lite স্মার্টফোনটিউ একটি 5.65 ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে। আর এটি একটি ফুল HD+ ডিসপ্লে। এই ফোনে ডুয়াল ক্যামেরা আছে। এটি ইমোশান UI তে কাজ করে।

 

Moto G5 Plus

Moto G5 Plus স্মার্টফোনটি একটি 5.5 ইচনির FHD ডিসপ্লের ফোন। আর এটি 1080×1920 পিক্সাল রেজিলিউশানের ফোন। এই ফোনটির দাম 11,000টাকা থেকে শুরু হয়।

 

Connect On :