আপনি যদি 10,000টাকা দামের মধ্যে স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আজকে আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আজকে আমরা এখানে আপনাদের অ্যামাজনের এমন কিছু স্মার্টফোনের কথা বলব যেগুলির দাম 10,000টাকা। আর এর মধ্যে কোন ফোন যদি আপনার পছন্দ হয় তবে আপনি তা কিনতে পারেন। তবে আসুন দেখা যাক যে কোন কোন ফোনের ওপর অ্যামাজন ডিস্কাউন্ট দিচ্ছে।
Redmi Y1 (ডার্ক গ্রে): এই স্মার্টফোনটি অ্যামাজনে 10% ডিস্কাউন্ট দিয়ে 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি মান্থলি ইন্সটলমেন্ট 428 টাকায় শুরু হচ্ছে। এর ডিসপ্লে 5.5ইঞ্চির আর এর রেয়ার ক্যামেরা 13MP’র রেয়ার ক্যামেরা আর 16MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
এই স্মার্টফোনটি আপনি আজকে অ্যামাজন থেকে 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 428টাকা থেকে। এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ 32GB। এখান থেকে কিনুন।
10.or E : অ্যামাজনে এই স্মার্টফোনটির ওপর 30% এর ডিস্কাউন্ট দেওয়া হচ্ছে। আর এর পরে এই ফোনটি আপনি মাত্র 6,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 32GB আর এর র্যাম 3GB। আর এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 333 টাকা থেকে। এখান থেকে কিনুন।
Infocus Vision 3 (মিডনাইট ব্ল্যাক): এই ফোনটি আপনি অ্যামাজন থেকে 13% ডিস্কাইন্ট থেকে 6,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এটি 5.7 ইঞ্চির 18:9 ফুল ভিশান ডিসপ্লে যুক্ত ফোন। এই ফোনটিতে 13MP + 5MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর মান্থলি ইন্সটলমেন্ট 333 টাকা থেকে শুরু হচ্ছে। এখান থেকে কিনুন।
Samsung On7 Pro (গোল্ড):এই স্যামসং ফোনটি আপনি আজকে অ্যামাজন থেকে 16% ডিস্কাউন্ট দিয়ে 7,990 টাকায় কিনতে পারবেন। এই ফোনটির স্টোরেজ 16GB আর এর র্যাম 2GB। এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 380 টাকা থেকে এখান থেকে কিনুন।
Moto E4 Plus (আয়রন গ্রে): আজকে এই ফোনটি আপনি অ্যামাজন থেকে 9,899টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3GB র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যক্তিরাই করে থাকেন।