আমরা যদি ভারতের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিষয়ে কথা বলি তবে 30,000 টাকা দামের মধ্যে আপনারা একটি ভাল পার্ফর্মেন্সে ফোন কিনতে পারবেন। আর এই সব স্মার্টফোন গুলি আপনাদের দারুন ক্যামেরা আর ডিজাইনের সঙ্গে সঙ্গে ভাল হার্ডওয়্যার অফার করবে। আর আজকে আমরা এই লিস্টে তেমনই কিছু দারুন ফোনের বিষয়ে বলব।
‘4D’ গেমিং অভিজ্ঞতার সঙ্গে রিয়েল টাইম রেকর্ডিং যুক্ত Huawei Honor Play GPU টার্বো টেক যুক্ত স্মার্টফোনের গ্রাফিক্স পার্ফর্মেন্স বুস্ট করে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1OS নির্ভর EMUI 8.2 তে কাজ করবে। 4GB র্যাম 64GB ফোনের দাম 16,999 টাকা আর যা ইউজার্সরা অ্যামাজন থেকে সহজেই কিনতে পারবেন।
Asus ZenFone 5Z(Zs620kL) স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে। আর এর পিক্সাল রেজিলিউশান 1080×2246 আর এই ফোনটি 6GB র্যাম জুক্ত।আর আসুসের এই ফোনটি অ্যান্ড্রয়েড 8 অপারেটিং সিস্টেমে চলে।
2018 সালের আগস্ট মাসে লঞ্চ হওয়া এই ফোনটি অ্যান্ডেয়েড 8.1 অপারেটিং সিস্টেমে চলে আর এই ডিভাইসটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। এর মধ্যে গ্রাফাইট ব্ল্যাক, স্টিল ব্লু, রেড আছে। আর এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে 19,999 টাকায় 64GB তে কেনা যাবে।
2018 সালের এপ্রিল মাসে লঞ্চ হওয়া এই নোকিয়া ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে আর এটি দুটি কালার অপশানে পাওয়া যাবে যা হল ব্ল্যাক/কপার, হোয়াইট/কপার। কানেক্টিভিটি অপশানে এই ফোনটি 3g,4G, GPS,Wifi, NFC ব্লুটুথ আছে। আর এই ফোনটির দাম 22,599 টাকা আর এটি 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে।
6.18 ইঞ্চির এই IPS LCD ফোনটি 1080×2246 পিক্সাল রেজিলিউশান যুক্ত আর এই ফোনে 2.2 GHzঅক্টা কোর প্রসেসার আছে। আর এই ফোনটি 4GB র্যাম যুক্ত। আর Nokia 8.1 অ্যান্ড্রয়েড 9.0 অপারেটিং সিস্টেম জুক আর এই ফোনটির স্ক্রিন NA র উন্নতি যুক্ত। আর এই ফোনের স্কেচ রেজিস্টেন্স ডিসপ্লে আহে। এই নোকিয়া ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার যুক্ত আর এই ফোনে 4GB র্যামের আস্নগে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের দাম 26,999 টাকা।
Samsung Galaxy A7 ফোনটি 2017 সালের ফেব্রুয়ারি আমসে লঞ্চ করা হয়েছিল যা অ্যান্ড্রয়েড 4.4 অপারেটিং সিস্টেম যুক্ত। আর এই ফোনে কানেক্টিভিটি অপশানে 3G,4G GPS আছে। আর এর দাম 24,975 টাকা আর এই ফোনে আপনারা 16GB র ইন্টারনাল স্টোরেজ পাবেন।
এই স্মার্টফোনটি ব্ল্যাক, গোল্ড কালারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে পাওয়া যাচ্ছে। আর এই ফোনে কানেক্টিভিটি অপশানে 3G,4G, GPS Wifi, NFC Bluetooth আছে। আর এই ফোনের দাম 29,990 টাকা আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 64GB। আর এই ফোনটি অক্টা কোর Ecynos 7885 প্রসেসার যুক্ত।
Nokia 8 ফোনটি 2017 সালের আগস্ট মাসে লঞ্চ করা হয়েছিল যা অ্যান্ড্রয়েড 7.1.1 OS যুক্ত। আর এই ফোনটি পলিসড ব্লু, টেম্পার্ড ব্লু,স্টিল, পলিশ ড কপার কালারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে পাওয়া যাবে। আর এই ফোনের দাম 25,999 টাকা।