ভারতে দারুন কিছু নোকিয়া ফোন

ভারতে দারুন কিছু নোকিয়া ফোন
HIGHLIGHTS

আলাদা আলাদা দামের মধ্যে যে সব নোকিয়া ফোন এখন বাজারে পাওয়া যায় তার মধ্যে কোম্পানির কিছু লেটেস্ট স্মার্টফোনও আছে, আর ভারতে আপনারা যদি এই ফোন গুলি কিনতে চান তবে আজকে আমরা আপনাদের ভারতের দারুন কিছু নোকিয়া ফোনের বিষয়ে বলব

স্মার্টফোন কোম্পানি Nokia এখনও পর্যন্ত অনেক স্মার্টফোন লঞ্চ করছে আর এর মধ্যে বেশ কিছু ফোন আলোচনায় আছে। আর ভারতে যে সব ফোন পাওয়া যায় তার মধ্যে আমরা এখানে যে সব ফোন গুলি রেখেছি সে গুলির দাম আলাদা আলাদা আর এগুলি বেশ ভাল ফোন। আর এই ফোন গুলিতে আপনারা আপনাদের বাজেটে ভাল ফিচার্স পাবেন। আসুন তবে দেখা যাক যে ভারতের দারুন কিছু নোকিয়া ফোন কোন গুলি।

Nokia 8 Sirocco

Nokia 8 Sirocco 2017 সালের মে মাসে লঞ্চ হয়েছিল যা অ্যান্ড্রয়েড 8 অপারেটিং সিস্টেমে চলে।  এই ফোনটি তিনটি কালার অপশানে পাওয়া যায় এর মধ্যে টেমপার্ড ব্লু, পলিশড ব্লু, স্টিল পলিশ কপার আছে। আর এর সঙ্গে এতে বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফোনের প্রাইমারি সিকিউরিটি ফিচার যুক্ত। আর কানেক্টিভিটিতে এই ফোনে 3G,4G GPS WIFI NFC ব্লুটুথ দেওয়া হেয়ছে। আর এই ফোনের দাম 36,999 টাকা।

Nokia 7 Plus

এই ফোনটিতে আপনারা 6.0 ইঞ্চির 1080×2160 পিক্সালের ডিসপ্লে পাবেন। আর এই ফোনে কর্নিং গোরিলাগ্লাস 3 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আউট অফ দ্যা বক্স আছে। আর এই ফোনে কোয়াল্কম SDM660 স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 512GPU আছে। আর Nokia 7 Plus ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে ডুয়াল 12MP+12MP র রেয়ার ক্যামেরা আছে, যা কার্ল জাইস অপ্টিকাল যুক্ত। এই ফোনটিতে ফেস ডিটেকশানও দেওয়া হয়েছে।

Nokia 6.1 Plus

Nokia 6.1 Plus ফোনে আপনারা 5.8 ইঞ্চির Full HD প্লাস ডিসপ্লে 19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে দেওয়া হয়েছে। 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজও এই ফোনে আছে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 অক্টা কোর 2.2 GHz কর্টেক্স A53 প্রসেসার আছে। আর এরফ সঙ্গে এতে অ্যাড্রিনো 508 GPU আছে। আর কানেক্টিভিটি অপশানে এতে ডুয়াল সিম 4G ব্লুটুথ ওয়াই ফাই আর GPS আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমে চলে। আর এই ফোনে একটি 3,060mAH য়ের ব্যাটারি আছে।

Nokia 6 2018

অ্যান্ড্রয়েড 8 অপারেটিং সিস্টেম যুক্ত এই ফোনটি আর্ট ব্ল্যাক, মেট ব্ল্যাক, টেমপার্ড ব্লু, সিলভার, কপার কালারে পাওয়া যাচ্ছে। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ব্যাবহার প্রাইমারি সিকিউরিটি ফিচার হিসাবে দেওয়া হয়েছে। কেঙ্কটিভিটি অপশানে 3G,4G, GPS WiFi, NFC ব্লুটুথ দেওয়া হয়েছে। আর এর দাম 15,180 টাকা। এই ফোনটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

Nokia 5.1 Plus

এই ফোনটিতে আপনারা নচ ডিসপ্লে, গ্লাস ডিজাইন আর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। এই ফোনে 5.86 ইঞ্চির HD+ ডিসপ্লে 720×1520 পিক্সাল রেজিলিউশানের। আর এই ডিভাইসে 2.5D কার্ভড গ্লাস 19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে অক্টা কোর 2.0GHz হেলিও P60 চিপসেটের সঙ্গে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Nokia 5.1 প্লাস ফোনে আপনারা 13MP+5MP র আর ফ্রন্টে 8MP ক্যামেরা পাবেন।

Nokia 5 2018

Nokia 5 2018 ফোনটিতে 5.5 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080×2160 পিক্সাল রেজিলিউশানের। আর এর সঙ্গে এই ফোনে একটি 16MP র প্রাইমারি লেন্স আর 8MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে মিডিয়াটেক MT67555 SoC আছে। আর এই ফোনে 2GB র‍্যাম মালি T860 Mp2 GPU  দেওয়া হয়েছে।

Nokia 3.1 (Nokia 3 2018)

18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত এই ফোনটি ব্লু/ কপার, ব্ল্যাক/ কোরম আর হোয়াইট/আয়রন কালারে পাওয়া যাবে। এই ফোনটি ডায়মন্ড কাট সাইট হওয়ার সঙ্গে কার্ভড ব্যাক আর স্কাল্পটেড কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লে যুক্ত। এই ফোনটিতে একটি 5.2 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে।

Nokia 2 2018

Nokia 2 2018 ফোনটিতে Nokia 2.1 একটি এন্ট্রি লেভেলের অ্যান্ড্রয়েড ফোন। আর এটি বাজেট ইউজার্সদের জন্য আনা হয়েছে। এই ফোনে 5.5 ইঞ্চির HD ডিসপ্লের সঙ্গে ডুয়াল ফ্রন্ট স্পিকার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে একটি 4000mAH য়ের ব্যাটারি আছে। আর এটি সিঙ্গেল চার্জে একদিন চলে যাবে। আর এর সঙ্গে এই ফোনে মেটালিক সিল্ক ডিজাইন দেওয়া হয়েছে।

Nokia 1

Nokia 1 2018 সালে লঞ্চ করা হয়েছিল, এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও গোতে চলে। এই ফোনট ওয়ার্ম রেড, ডার্ক ব্লু কালারের ফোন যা 3G,4G, GPS, WiFi ব্লুটুথ কানেক্টিভিটি অপশান আছে। আর এই ফোনের দাম 4,044 টাকা। আর এই ফোনে 8GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737M প্রসেসার যুক্ত।

Nokia 3310

2017 সালের মে মাসে লঞ্চ হওয়া এই ফোনটি Nokia 30+0S য়ে চলে। আর এর সঙ্গে এই ফিচার ফোনটি ওয়ার্ম রেড, ডার্ক ব্লু, ইয়েলো, গ্রিন কালারে পাওয়া যাবে। আর এর সঙ্গে এই ফোনে কানেক্টিভিটিতে ব্লুটুথ দেওয়া হয়েছে। আর এই ফোনটি 3,299  টাকায় কেনা যাবে।  

Digit.in
Logo
Digit.in
Logo