এই 2019 সালের দারুন কিছু ক্যামেরা ফোন

এই 2019 সালের দারুন কিছু ক্যামেরা ফোন

আমরা গত বছর দেখেছিলাম যে সব স্মার্টফোন কোম্পানি গুলি অনেক পরিশ্রম করেছে যাতে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যামেরা একটি নর্মাল ফোনের ক্যামেরার থেকে ভাল হয়। আর আমরা দেখেছি এর ফলস্বরূপ এর মধ্যে বাজারে এমন অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে যেগুলির ক্যামেরাই তার প্রধান বৈশিষ্ট্য হিসাবে উঠে এসেছে। আর এর মধ্যে অনেক ক্যামেরা এমন আছে যা DSLR ক্যামেরা রিপ্লেস করার ক্ষমতা রাখে। আর এই ক্যামেরার মাধ্যমে আপনারা প্রফেশানালের মতন ছবি তুলতে পারবেন। আর আসুন তবে দেখা যাক যে এই সময়ে সেই দারুন সব ক্যামেরা যুক্ত স্মার্টফোন কোন গুলি।

Huawei P30 Pro

Huawei P30 Pro এই ফোনটি 6.47 ইঞ্চির ফুল HD+ (1080×2340) পিক্সাল OLED ডিসপ্লে আর 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ডিভাইসের ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে। আর এই ডিভাইসটিতে অক্টা কোর কিরিন 980 প্রসেসার আছে আর এটি মালি জি 76 GPU যুক্ত। এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.1আছে।

P30 ফোনে আপনারা 32MP র একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন এর অ্যাপার্চার f/2.0 । আর এই ডিভাইসে প্রাইমারি ক্যামেরা 40MP র যা f/1.17 অ্যাপার্চার আর f/1.6 অ্যাপর্চারের। আর এর সেকেন্ডারি ক্যামেরা f/2.2 অ্যাপার্চারের 20MP র আর এই ফোনের তৃতীয় ক্যামেরা 8MP র f/3.4 অ্যাপার্চারের আর এর সঙ্গে এই ফোনে একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা দেওয়া হয়েছে।

Huawei P30 Pro ফোনে আপনারা একটি 4,200mAh য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনে রিভার্স ওয়ারলেস চার্জার আছে। আর এই ফোনয়টি IP 68 ওয়াটার আর ডাস্ট সার্টিফায়েড আর এই ডিভাইসে 40w সুপার চার্জ প্রযুক্তি আছে।

Nokia 9 PureView

ক্যামেরার ক্ষেত্রে এই Nokia 9 PureView ফোনটির ক্যামেরা সিস্টেম Light য়ের চুক্তি করে এসেছে। আর HMD গ্লোবাল এই ফোনে গ্লোবাল ক্যামেরা সেটআপ অপ্টিমাইজ করার জন্য কোয়াল্কম আর গুগলের সঙ্গে কাজ করেছে যা স্ন্যাপড্র্যাগন 845 SoC যুক্ত আরত গুগলের ফটো অ্যাপের সঙ্গে ইউটিলাইজ করা যেতে পারে। আর ক্যামেরার ব্যাকে জাইসের সার্টিফায়েড পাঁচটি ক্যামেরা আছে আর এতে তিনটি 12 মেগাপিক্সালের মোনোক্রোম সেন্সার আর দুটি 12 মেগাপিক্সালের একটি RGB সেন্সার পাবেন। আর এই ডিভাইসের ফ্রন্টে 20 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আর এই ফোনের স্পকের বিষয়ে বলতে হলে বলতে হয় যে ফোনে 5.99 ইঞ্চির কোয়াড HD+(1440×2960 p) POLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:5:9 আর এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্নেসার যুক্ত ফোন। Nokia 9 ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন আর এর ব্যাটারি 3,320mAH য়ের । আর এই ফোনে IP67 সার্টিফায়েড।

Xiaomi MI 9

Xiaomi Mi 9 ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসারের সঙ্গে এসেছে আর এই ফোনে 2.4GHz ক্লক স্পিড আছে। আর এই ফোনে আপনারা মেন ক্যামেরাতে 48MP র ক্যামেরা আর 12MP র ক্যামেরা টেলিফটো লেন্সের সঙ্গে আর একটি 16MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন। আর ফোনের একটি 24MP ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনটি 3,500mAh য়ের 27W ফাস্ট চার্জিং যুক্ত।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo