এই 7,000 টাকার মধ্যে এই স্মার্টফোন গুলির পার্ফর্মেন্সের বিষয়ে জানুন

Updated on 02-Dec-2018
HIGHLIGHTS

আমরা আপনাদের জন্য 7,000 টাকা দামের মধ্যে সেরা স্মার্টফোন আপনাদের বাজেটের মধ্যে সেরা কিছু স্মার্টফোন

এই সময়ে আমরা আপনাদের জন্য সেরা কিছু স্মার্টফোনের তালিকা নিয়ে এসেছি। আজকে আমরা আপনাদের 7,000টাকা দামের মধ্যে সেরা কিছু ফোনের সন্ধান নিয়ে এসেছি, আর এখানে আমরা আপনাদের এই ফোন গুলির ফিচার্স ব্যাটারি লাইফ এই সব বিষয়ে বলব।

Redmi 6A

Redmi 6A আপনারা 5.45 ইঞ্চির HD ডিসপ্লে পাবেন আর এই মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েডের 8.1 ওরিও নির্ভর MIUI 9 য়ে চলে। এই ফোনে আপনারা কোয়াড কোর মিডিয়াটেক হেলিও A22 প্রসেসার আছে। আর এই ফোনটিতে 13MP র রেয়ার আর 5MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। আর এই ফোনটি 3000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর  এই ফোনে আপনারা AI ফেসলকিংয়ের সুবিধা পাবেন। আর এই ফোনটি 2GB র‍্যামের সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এই ফোনের দাম 6,599 টাকা।

Asus Zenfone Lite L1

এই আসুসের ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার যুক্ত। এই ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে আর এই স্টোরেজকে আপনারা 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে আপনারা 13মেগাপিক্সালের প্রাইমারী ক্যামেরা পাবেন আর 5 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা পাবেন। আর এই ফোনে 3000mAh য়ের ব্যাটারি আছে। 5,999 দামের ফোন এটি।

Nokia 2.1

Nokia 2.1 5.5 ইঞ্চির স্ক্রিন 1.4GHz কোয়াড কোর প্রসেসার আর 1GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ফোনটি 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে আর এই ফোনে 8মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনের দাম 6,999 টাকা।

Honor 7S

এই স্মার্টফোনটিতে আপনারা 5.45 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে MT6739 Cortes A53 য়ের প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ য়ের ডিভাইস আর এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপেন্ড পর্যন্ত বাড়ানো যায়। মোবাইলটিতে 13 মেগাপিক্সলাএর প্রাইমারী ক্যামেরা আর 5 মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 3020mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটির দাম 5,999 টাকা।

Samsung Galaxy J2(2018)

Samsung Galaxy J2(2018) য়ের ফোনটি 5 ইঞ্চির স্ক্রিনের সঙ্গে 1.4GHz কোয়াড কোর প্রসেসার যুক্ত। আর এই ফোনে 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে প্রাইমারী ক্যামেরা 8 মেগাপিক্সালের আর প্রাইমারী ক্যামেরা 5 মেগাপিক্সালের। আর এই ফোনে আপনারা 2600mAh য়ের ব্যাটারি আছে।

Connect On :