স্ন্যাপডিলে LeEco Le2 স্মার্টফোনে পাবেন ফ্রি জিও সিম ও ফ্লাইট বুকিংয়ে ছাড়

স্ন্যাপডিলে LeEco Le2 স্মার্টফোনে পাবেন ফ্রি জিও সিম ও ফ্লাইট বুকিংয়ে ছাড়
HIGHLIGHTS

এই ফোনটি স্ন্যাপডিল থেকে কিনলেই জিও সিমের ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন গ্রাহকরা৷

অনলাইন ওয়েবসাইট স্ন্যাপডিল গ্রাহকদের জন্য নিয়ে এল আকর্ষণীয় কয়েকটি অফার৷ চিনের স্মার্টফোন সংস্থা লিকো-র লি২ হ্যান্ডসেটটির সঙ্গে গ্রাহকদের জন্য বেশ কয়েকটি অফারের ঘোষণা করেছে৷ এই ফোনটি স্ন্যাপডিল থেকে কিনলেই জিও সিমের ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন গ্রাহকরা৷

আরও দেখুন : লেনোভো আইডিয়াপ্যাড 710s-এ FHD ম্যাট আইপিএস ডিসপ্লের সঙ্গে উপস্থিত

এছাড়া যারা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে Le2-র 64GB এবং 32GB দুটি ভেরিয়েন্টে মডেলটি কিনবেন তারা পেয়ে যাবেন বাড়তি ১০ শতাংশ ছাড়৷ পাশাপাশি জেট এয়ারওয়েজের টিকিট বুক করলে পেয়ে যাবেন ৮ শতাংশ ছাড়৷

সংস্থার তরফে জানানো হয়েছে 300 জন গ্রাহক Le2 64GB কিনলে লাকি ড্রয়ের মাধম্যে পেয়ে যেতে পারেন সিডিএলএ- এর হেডসেট একদম বিনামূল্যে৷

Le2 মডেলটি তে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে. স্ন্যাপড্রাগন ৬৫২ প্রোসেসর৷ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷

আরও দেখুন : মোবাইলের লকিং প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে গেলে ফোন আনলক করবেন কি করে?

আরও দেখুন : লেনোভো Z2 প্লাস এর মূল্যে ভারী ছুট, এখন মাত্র 14,999 টাকায় পাবেন এই চমত্কার ফোন

আমাজন থেকে কিনুন Rs.13,499/- টাকায় LE Leaco le 2

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo