5000mAh ব্যাটারির সঙ্গে Smartron tphone P ভারতে লঞ্চ হল

5000mAh ব্যাটারির সঙ্গে Smartron tphone P ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

Smartron tphone P ফোনটির প্রথম সেল ফ্লিপকার্টে আগামী 17 জানুয়ারি দুপুর 12 টায় হবে

Smartron tphone P ফোনটি ভারতে 7,999 টাকা দামে আনা হয়েছে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। এই ফোনটির প্রথম সেল ফ্লিপকার্টে 17 জানুয়ারি দুপুর 12 টায় হবে।

Smartron tphone P ফোনটির সব থেকে বড় ফিচার এই ফোনটির ব্যাটারি। কোম্পানি এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দিয়েছে। এই ফোনটিতে 5.2-ইঞ্চির HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1280×720 পিক্সাল। এটি 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত।

এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 MSM8940 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যাড্রিনো 505 GPUও দেওয়া হয়েছে। এটি একটি ডুয়াল সিম ফোন। এই ফোনটি OTG রিভার্স চার্জিং সাপোর্ট যুক্ত। এটি ফুল মেটাল বডির ফোন।

এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখা যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ, PDAF ফিচার যুক্ত। এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। এর ইন্টারনাল স্টোরেজ 32GB’র আর র‍্যাম 3GB’র এই ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।

Digit.in
Logo
Digit.in
Logo