50,000-এর মধ্যে ফাটাফাটি ক্যামেরা ফোন চান? পছন্দের তালিকায় রাখুন Pixel, Samsung সহ এই ফোন
ভারতে এখন বিভিন্ন রেঞ্জের দারুন সব ক্যামেরা ফোন পাওয়া যায়
আপনি 50,000 -এর মধ্যে ফোন কিনতে চাইলে বেছে নিতে পারেন Pixel 7 ফোনটিকে
এছাড়া তালিকায় রাখুন Galaxy S22 সহ এগুলো
ভারতের বাজারে এখন যে রেঞ্জের যেমন ফোন চাইবেন তেমন ফোন পাবেন। তবে আজকাল অধিকাংশ মানুষই ফোন ফটোগ্রাফি করে থাকেন। আলাদা করে বিশেষ ক্যামেরা ট্যামেরা কেনেন না।
তাই আপনিও যদি দুর্ধর্ষ ক্যামেরা যুক্ত ফোন কিনতে চান তাও হাই মিড রেঞ্জের তাহলে আপনি 50,000 টাকার মধ্যে একাধিক অপশন পেয়ে যাবেন। পছন্দের তালিকায় রাখতে পারবেন Pixel 7, Galaxy S22 Plus, ইত্যাদি ফোনকে। দেখুন অপশন।
50,000 টাকার মধ্যে সেরা ক্যামেরা ফোনের তালিকা
Google Pixel 7
এই ফোনের সাহায্যে আপনি দুর্দান্ত সব ছবি তুলতে পারবেন। দিনের আলোয় তোলা ছবি নিয়ে তো কোনও কথাই হবে না। আর রাতের জন্য নাইট মোড? নিশ্চুপ ঘন অন্ধকারেও সমস্ত ডিটেল সহ ছবি তুলতে সক্ষম এটি।
এখানে আছে Tensor G2 প্রসেসর। এছাড়া পাবেন 6.3 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে। এখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। এই ফোনটি এখন Amazon থেকে 46,900 টাকায় কেনা যাচ্ছে।
আরও পড়ুন: ভারতে হুড়মুড়িয়ে দাম কমল Samsung Galaxy S22-এর! এখন কত টাকায় কেনা যাবে এই ফোন?
Samsung Galaxy S22 Plus
এই ফোনটিতে আছে এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12 এবং 10 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর। এছাড়া পাবেন Full HD AMOLED ডিসপ্লে।
এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। এই ফোনটি এখন Flipkart থেকে 49,999 টাকায় কেনা যাচ্ছে।
Xiaomi 12 Pro
এখানে আছে Snapdragon 8 Gen 1 প্রসেসর। এছাড়া পাবেন 6.7 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে। এখানে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন রেট পাবেন।
এই ফোনটি এখন Amazon থেকে 44,999 টাকায় কেনা যাচ্ছে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, তিনটি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনের নাইট মোড দুর্দান্ত।
Samsung Galaxy A54
এখানে আছে Exynos 1380 প্রসেসর। এছাড়া পাবেন 6.4 ইঞ্চির Full HD AMOLED ডিসপ্লে। এখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন।
এই ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ 38,999 টাকায় কেনা যাচ্ছে। এখানেও ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12 এবং 5 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। কোনও শব্দ বা গ্রেন ছাড়াই রাতের দারুন ছবি তোলা সম্ভব এই ফোন দিয়ে।
আরও পড়ুন: iPhone 14 Pro ফোনে মিলছে অবিশ্বাস্য ছাড়, এক্সচেঞ্জ অফারে জলের দরে কেনা যাবে এই ফোন
Motorola Edge 30 Ultra
এখানে আছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। এছাড়া পাবেন 125W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4610 mAh ব্যাটারি। এই ফোনটি এখন Flipkart থেকে 49,999 টাকায় কেনা যাচ্ছে। এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 50 এবং 12 মেগাপিক্সেলের দুটি সেন্সর আছে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile