4GB র্যাম যুক্ত এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
এই স্মার্টফোনগুলিতে আপনি 4GB র্যামের সঙ্গে আরও বেশ কিছু ভাল ফিচার্স পাবেন
আপনি যদি 4GB র্যাম যুক্ত একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আজ আমরা আপনাদের এখানে 4GB র্যাম যুক্ত কিছু ভাল স্মার্টফোনের বিষয়ে বলব, এই স্মার্টফোন গুলিতে আপনি 4GB র্যামের সঙ্গে আরও কিছু ভাল ফিচার্স পাবেন। তবে আসুন এই ফোন গুলি একবার দেখে নেওয়া যাক।
১। Moto G5s Plus লুনার গ্রে 64GB
এই স্মার্টফোনটি অ্যামাজনে Rs. 15,999 তে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ওপর ক্যাশ অন ডেলিভারিও পাওয়া যাচ্ছে। আপনি এই ফোনটি Rs. 761’র মান্থলি EMIতেও কিনতে পারবেন। এই ফোনটিতে 13+13MP’র ডুয়াল ব্যাক ক্যামেরা আছে।
এই স্মার্টফোনটি Rs. 10,999 তে কেনা যাচ্ছে। আপনি এই ফোনটি Rs. 523’র মান্থলি EMI তে কেনা যেতে পারে। এই ফোনটির ওপর ক্যাশ অন ডেলিভারিও পাওয়া যাচ্ছে।
এই ডিভাইসটি Rs. 666 মান্থলি ইন্সটলমেন্টে আপনার হতে পারে। এর দাম Rs. 13,999। এই ফোনটি 13+5MP ডুয়াল ব্যাক ক্যামেরা যুক্ত। আর এই ফোনটিতে এর সঙ্গে 13MP’র ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
এই স্মার্টফোনটি আপনি ডিস্কাউন্টের পরে মাত্র Rs. 10,299 তে কিনতে পারবেন। এই ফোনটি Rs. 490’র মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে।
৫। Nubia N2
এই স্মার্টফোনটি মাত্র Rs. 12,999 দামে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 5000mAh এর ব্যাতারি দেওয়া হয়েছে আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 64GB। এই ফোনটি Rs 618 মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে।