ভারতের সেরা 5000mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন যেগুলির দাম 10,000 টাকার মধ্যে

Updated on 05-Dec-2018
HIGHLIGHTS

আজকে আমরা এখানে আপনাদের কিছু শক্তিশালী ব্যাটারি যুক্ত ফোনের বিষয়ে বলব যে ফোন গুলির দাম 10,000 টাকার মধ্যে

আপনারা যদি 5000mAH ব্যাটারি যুক্ত ফোন খুঁজে থাকেন আর এদের বাজেট 10,000 টাকার মধ্যে হয় তবে সেক্ষেত্রে হয়ত খুব বেশি অপশান নেই। তবে আজকে আমরা এখানে আমাদের এই আর্টিকেলে আপনাদের তেমনই কিছু ফোনের বিষয়ে বলব।

ZTE Blade A2

ZTE Blade A2 ফোনটি লঞ্চ হয়েছে বেশ কবছর হয়ে গেছে এটি 5ইঞ্চির ডিসপ্লে আর 720×1280 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনটিতে আপনারা 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে 1.5GHz অক্টা কোর মিডিয়াটেক MT6750 প্রসেসার আর 2GB র‍্যাম দেওয়া হয়েছে।

Panasonic Eluga Ray 700

Panasonic Eluga Ray 700 ভারতে 2017 সালের সেপটেম্বর মাসে লঞ্চ করা হয়েছে। আর এটি 5.5 ইঞ্চির ডিসপ্লে আর 1080×1920 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনটিতে 1.3GHz অক্টা কোর মিডিয়াটেক MTK6753 প্রসেসার আর 3GB র‍্যাম দেওয়া হয়েছে।

Asus Zenfone Max

Asus Zenfone Max ফোনটি ভারতে 2016 সালে লঞ্চ হয়েছিল আর এই ফোনটি 5.5 ইঞ্চির ডিসপ্লে আর 720×1280 পিক্সাল যুক্ত। আর এই ফোনটিতে 1 GHz কোয়াড কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 410 প্রসেসার আছে যা 2GB র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।

Moto E4 Plus

Moto E4 Plus ফোনটি ভারতে 2017 সালে লঞ্চ করা হয় আর এই ফোনটি 5.5 ইঞ্চির 720×1280 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে মিডিয়াটেক MT6737 প্রসেসার আর 3GB র‍্যাম আছে।

Comio P1

Comio P1 ফোনটিতে 5.5 ইঞ্চির 720×1280 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এই ফোনটি 1.3GHz কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসার আর 3GB র‍্যামের সঙ্গে এসেছে।

InFocus Turbo 5

InFocus Turbo 5 ফোনটি গত বছর লঞ্চ হয়েছিল আর এটি একটি 5.2 ইঞ্চির ডিসপ্লে আর 720×1280 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনটিতে 3GB র‍্যাম আছে।

Panasonic P55 Max

Panasonic P55 Max ফোনটিতে একটি 5.5 ইঞ্চির ডিসপ্লে 720×1280 পিক্সালের সঙ্গে আছে। আর এই ফোনটি 1.25 GHz কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার আছে। আর এর র‍্যাম 3GB।

Micromax Bharat 5

Micromax Bharat 5 ফোনটিতে একটি 5.2 ইঞ্চির 720×1280 পিক্সাল রেজিলিউশান যুক্ত ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে একটি 1GB র‍্যামও দেওয়া হয়েছে।

Connect On :