iQOO Z10x 5G launched with 6500 mah battery and fast processor
আইকিউ আজ তার Z-series এর আওতায় দুটি নতুন ফোন iQOO Z10 5G এবং iQOO Z10x 5G লঞ্চ করেছে। আইকিউ জেড10 ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি 7300mAh সহ ভারতে আনা হয়েছে। পাশাপাশি আইকিউ জেড10এক্স ফোনটি এই সেগামেন্টের সবচেয়ে দ্রুত স্মার্টফোন হিসেবে আনা হয়েছে। আমরা এই খবরে আইকিউ জেড10এক্স ফোনের বিষয় বলবো। আসুন জেনে নেওয়া যাক আইকু জেড10এক্স ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী।
আইকিউ জেড10এক্স 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোন, রয়েছে 8GB RAM
বিক্রির কথা বললে, আইকিউ জেড10এক্স 5জি ফোনটি Amazon এবং কোম্পানির ই-স্টোর থেকে 22 এপ্রিল দুপুর 12 টায় কেনা যাবে। সেল অফারের আওতায় জেড10এক্স ফোনে ICICI এবং SBI ক্রেডিট/ ডেবিট কার্ড পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, আইকিউ জেড10এক্স 5জি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। এতে বড় 6.72-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ জেড10এক্স ফোনটি MediaTek Dimensity 7300 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে একটি 50MP এর প্রাইমারি সেন্সর সহ 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে আইকিউ জেড10এক্স ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 9000 টাকার কম দামে 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোনে দেদার ছাড়