70000 টাকা দামের মধ্যে কিছু স্মার্টফোন

Updated on 12-Sep-2018
HIGHLIGHTS

আজকের এই তালিকায় Redmi 6A, Samsung Galaxy J2 Core আর Infinix Smart 2 ফোনটি জায়গা করে নিয়েছে

এই সময়ে প্রাই রোজই কোন না কোন স্মার্টফোন লঞ্চ হয়, আর এর মধ্যে অনেক ফোনেরই ফিচার স্পেক্স বা ক্যামেরা বেশ ভাল হয়। আর এই সব ফোন গুলি বিভিন্ন রেঞ্জের হয়। আর আপনারা হয়ত অনেক সময়ে এর মধ্যে থেকে নিজেদের জন্য সঠিক ফোনটি খুঁজে নিতে পারেন না। আর আজকে আপনাদের সেই সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য আজকে আমরা আপনাদের চাহিদা অনুসারে 7000 টাকা দামের মধ্যে বেশ কিছু স্মার্টফোন নিয়ে এসেছি। এগুলির স্পেক্সও ভাল।

Redmi 6A

Redmi 6A ফোনটি 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনের ব্যাকে 13MP আর ফ্রন্টে 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি এই বাজেট ফোনে ভাল ভিডিও অভিজ্ঞতা দেওয়ার জন্য এতে EIS দিয়েছে। আর এই ডিভাইসে AI পোট্রেড মোড আছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত আর এইউ ফোনের ব্যাটারি 3,000mAh য়ের। Redmi 6A ফোনটিতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি এসডি কার্ড স্লট যুক্ত।

Redmi 6A ফোনটি 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ যুক্ত আর এর দাম 5,999 টাকা, তবে এই দাম এর প্রথম মাসের জন্য পরে এই ফোনের দাম পরিবর্তিত হতে পারে। আর এছাড়া এর 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999টাকা।

Samsung Galaxy J2 Core

Samsung Galaxy J2 Core ফোনটির দাম ভারতে 6,190 টাকা আর এই ফোনটিতে আপনারা 5ইঞ্চির TFT স্ক্রিন আপবেন আর এর রেজিলিউশান 540×960 পিক্সাল। আর এই স্মার্টফোনে এক্সিয়ন্স 7570 প্রসেসার আর 1GB র‍্যাম আছে।এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 8GB।

এই ফোনে ছবি তোলার জন্য একটি 8MP র রেয়ার ক্যামেরা আর একটি 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 2600mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Infinix Smart 2

Infinix Smart2 ফোনটির দাম 5,999 টাকা থেকে শুরু হয়। এই ফোনে একটি 5.99 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এই ফোনে স্ক্রিন টু বডি রেশিও 83%। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও 8.1 য়ে কাজ করে।

এই ডিভাইসের দুটি ভেরিয়েন্ট 2GB/16GB ভেরিয়েন্টের দাম 5,999টাকা আর এই ফোনের 3GB/32GB ভেরিয়েন্টের দাম 6,999টাকা। আর এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা  যাবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে।এই ফোনে একটি 3,040 mAh য়ের ব্যাটারি আছে।

Xiaomi Redmi 5A

Xiaomi র এই ফোনটির প্রাথমিক দাম 5,999 টাকা আর এই ফোনের অন্য ভেরিয়েন্টের দাম 6,999 টাকা। আর এই ফোনটিতে একটি 3,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি স্ন্যাপড্র্যাগন 425 কোয়াড কোর প্রসেসার যুক্ত। এই ফোনে একটি 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে।

এই ফোনে 13MP র রেয়ার ক্যামেরা আর 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হেয়ছে

Nokia 2

Nokia 2 ফোনটির দাম 6,999 টাকা আর এই ফোনে অ্যান্ড্রয়েড গো এডিশান দেওয়া হয়েছে। আর এউ ফোনের রেজিলিউশান 1280×720 পিক্সাল। আর এই ফোনে 5.5ইঞ্চির HD ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আছে। এই ফোনে 1GB র‍্যাম আছে।

এই ফোনে একটি 8MP র রেয়ার ক্যামেরা আর 5MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে 8GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 4,000mAh য়ের ব্যাটারি আছে আর এটি 2 দিনের ব্যাটারি লাইফ অফার করে।

 

 

Connect On :