Nokia খুব তাড়াতাড়ি একটি খুব সস্তার স্মার্টফোন লঞ্চ করতে পারে, FCCতে এটি পাস করেছে

Updated on 02-Feb-2018
HIGHLIGHTS

এমনিতে Nokia TA-1056’র বিষয়ে এখনও অব্দি কিছু জানা যায়নি তবে এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হতে পারে

HMD গ্লোবালের একটি নতুন ডিভাইস TA-1056কে এবার FCCতে দেখা গেছে। পাওয়া খবর অনুসারে এই ফোনটির সাইজ বেশ ছোট। এটি 133mm লম্বা আর 68mm চওরা। Nokia 2 ফোনটির সাইজ 143.5 x 71.3mm, সেক্ষেত্রে এই নতুন ফোনটি নোকিয়া 2 এর থেকেও আকারে ছোট। এই ল্যাপটপ গুলি ফ্লিপকার্টে 15,000 টাকা দামের মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে

আর এর সঙ্গে দেখা গেছে যে এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোন। এই ফোনটিতে 4LTE থাকবে। FCC’র খবর অনুসারে এই ফোনটিতে একটি রিমুভেবেল ব্যাটারি থাকবে। এতে একটি 3.5mm’র হেডফোন জ্যাক থাকবে।

আপাতত Nokia TA-1056 ফোনটির বিষয়ে কিছু জানা যায়নি, তবে এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হতে পারে। শুধু ফোনের সাইজ নয় এই ফোনে LTE থাকবে এ থেকেও অনুমান করা যায় যে ফোনটি একটি স্মার্টফোন হবে। আর এর সঙ্গে এতে 5GHz ওয়াই ফাই থাকবে আর তা থেকেই এটাই প্রামান হয়। আশা করা হচ্ছে যে এটি Nokia 1 অ্যান্ড্রয়েড ওয়ান ফোন হতে পারে।

নোটঃ ওপরের ছবিটি নোকিয়া 2এর।

সোর্সঃ

Connect On :