HMD গ্লোবাল এই বছর লঞ্চ করবে 6 থেকে 7টি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন – রিপোর্ট

Updated on 04-Jan-2017
HIGHLIGHTS

তার আগে আসা রিপোর্ট অনুযায়ী, এই বছর নকিয়া 5 অ্যান্ড্রয়েড ফোন চালু করবে.

কিছু দিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে এই বছর নকিয়া ব্র্যান্ড এর অধীনে 5টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালু করা হবে. এই রিপোর্টে এইটাও বলা হয়েছিল যে কোম্পানি সবচেয় আগে নকিয়া D1C কে লঞ্চ করবে. এখন নতুন একটি রিপোর্টে বলা হচ্ছে যে, HMD গ্লোবাল এর পরিকল্পনা এই বছর নকিয়া ব্র্যান্ড এর অধীন 6 থেকে 7 অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালু করবে.

আরও দেখুন : মাত্র 13,999 টাকায় লঞ্চ হল LeEco Le2’র 64GB ভেরিয়েন্ট

এই নতুন তথ্য মালয়েশিয়া’র একটি ডিস্ট্রিবিউটর ‘Avaxx’ জানায়. এই লিক-এ দাবি করা হয় যে 2017 সালে নকিয়া ব্র্যান্ডের অধীনে 6 থেকে 7 অ্যানড্রইড ফোন চালু করা হবে.  এই ফোন পৃথক-পৃথক সেগমেন্টে লঞ্চ করা হবে. এর সঙ্গে কম্পনে নকিয়া ব্র্যান্ড এর অধীন ফিচর্স ফোন ও চালু করবে.

মনে করিয়ে দি যে, গত সপ্তাহে নকিয়া-ব্র্যান্ডেড একটি ফোন যার মডেল TA-1000, কে 3C সার্টিফিকেশন সাইটে দেখা যায়. এই ফোনের বিষয় দাবি করা হয়েছিল যে এই ফোন নকিয়া E1 এর নামে বাজারে চালু করা হবে এবং এটি একটি বাজেট সেগমেন্ট ফোন হবে.

আরও দেখুন : এয়ারটেল এর নতুন প্লান, নতুন বছরে দেবে 3GB করে ফ্রি ডেটা

আরও দেখুন : ভোডাফোন, এয়ারটেলের কানেকশন দিয়েই এবার করা যাবে গুগল প্লে ক্যারিয়ার বিলিং সেবা!

আমাজন থেকে কিনুন Rs 10,990/- টাকায় Nokia XL

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :