এভাবে নিজের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করুন

Updated on 22-Jan-2018
HIGHLIGHTS

এই আর্টিকেলের মাধ্যমে ইউজার্সরা সহজেই ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করতে পারবেন

ফোনের সিকিউরিটির জন্য অনেকেই ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখেন। তবে এখনকার দিনে বেশিরভাগ মানুষ ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের ব্যাবহার করেন। ফোন আনলক করা বা অ্যাপ ওপেন করার জন্য বা অ্যালার্ম বন্ধ করার জন্য এখন এই প্রযুক্তিটিই ব্যবহার করা হয়। তবে অনেকেই জানেন না যে এটি কি করে ব্যাবহার করতে হয়। আর তাই সবার সমস্যার সমাধানের জন্য আমরা এখানে আপনাদের জানাবো যে কি করে ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করতে হয়। তবে আসুন এই প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। Amazon গ্রেট ইন্ডিয়ান সেলের দ্বিতীয় দিনে ইলেকট্রনিক্স গ্যাজেট সহ এই জিনিস গুলি অসাধারন ডিস্কাউন্টের সঙ্গে কিনুন

ফোনের সেটিংস এ যান।

লক স্ক্রিন অ্যান্ড পাসওয়ার্ডের অপশনটি বাছুন।

অ্যাড ফিঙ্গারপ্রিন্ট অপশানটি বাছুন।

অ্যাড ফিঙ্গার প্রিন্টে ট্যাপ করুন।

সেন্সারে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকিশান অপশানের ওপর নিজের ফিঙ্গার রাখুন।

এবার ফিঙ্গারপ্রিন্টের নাম দিন আর তার ওপর ট্যাপ করুন।

এই স্টেপ গুলি ফলো করে আপনি আপনার ফোনে ফিঙ্গাররপ্রিন্ট সেটআপ করতে পারবেন। 

 

 

Connect On :