Samsung Galaxy A7 (2018) স্মার্টফোনটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হল

Updated on 21-Sep-2018
HIGHLIGHTS

স্যামসাং তাদের প্রথম ট্রিপেল ক্যামেরা স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, তবে এখনও এই ফোনটির দামের বিষয়ে কিছু জানা যায়নি

স্যামসাং একে শুধু মাত্র Galaxy A7 ই বলছে তবে সম্ভবত এর রিটেল বক্সে 2018 র ট্যাগ দেখা যাবে। আর এই সময়ে Galaxy A7(2018) ইউরোপ আর এশিয়ার কিছু জায়গায় আসবে আর বাকি জায়গায় কিছু দিনের মধ্যে ফোনটি এসে যাবে। আর কোম্পানি এখনও এই ডিভাইসের দামের বিষয়ে কিছু বলেনি তবে গুজব অনুসারে এর দাম $400 (28,826 টাকা) হতে পারে।

Samsung Galaxy A7 (2018) র স্পেসিফিকেশান

Samsung Galaxy A7(2018) ফোনটিতে 6ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2220 পিক্সাল। আর এই ফোনে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এখনও জানা যায়নি যে এই ডিভাইসটি কোন SoCতে কাজ করে, তবে চিপসেট 2.2GHz য়ে এটি ক্লকড হবে। galaxy A7(2018) ফোনে একটি 3,300mAh য়ের ব্যাটারি আছে। আর এটি অ্যান্ড্রয়েড ওরিওতে চলে।

এই নতুন ফোনটি 4GB/64GB, 4GB/128GB আর 6GB/128GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। সফটোয়্যারের বিষয়ে যদি কথা বলি তবে এতে ডল্বি এটিএম, স্যামসাং পে আর বিক্সবি আছে।

Samsung Galaxy A7(2108) র ক্যামেরা

এই galaxy A7(2018)ফোনটি প্রহ্ম স্যামসাং ফোন যা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 24MP র প্রাইমারি সেন্সার f/1.7 অ্যাপার্চার লেন্সের সঙ্গে এসেছে আর এর সঙ্গে এতে একটি 8MP র আল্ট্রা ওয়াইড সেন্সারাএর সঙ্গে f/2.4 অ্যাপার্চার লেন্স আছে আর সেখানে এটি ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে পারে। আর এর সঙ্গে এই ফোনের তৃতীয় ক্যামেরাটি 5MP র f/2.2 অ্যাপার্চারের সঙ্গে দেপথ সেন্সার অফার করে।

আর এর সঙ্গে এই ফোনে একটি 24MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটি Ar ইমোজি সহ আরও বেশ কিছু ফিচার অফার করে।

Connect On :