Sansui Horizon 2 স্মার্টফোন লঞ্চ হল, দাম Rs.4,999
Sansui Horizon 2 তে 4G VoLTE আর 2GB র্যাম আছে
Sansui Horizon 2 ভারতে লঞ্চ হয়েগেছে. এই স্মার্টফোনের সবথেকে বড় স্পেশালিটি হল এর মিরাভিজান ডিসপ্লে, কোম্পানি দাবি করেছে যে এই ডিসপ্লেতে ছবি আর ভিডিও খুব ভাল দেখাবে. এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে 15 ই মে থেকে সেলের জন্য পাওয়া যাবে. ভারতে এই স্মার্টফোনটির দাম Rs.4,999 করা হয়েছে. এটি রোজ গোল্ড আর সিলভার রঙে পাওয়া যাচ্ছে.
Sansui Horizon 2 তে 4G VoLTE সাপোর্ট আছে. এর সঙ্গে এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট সিস্টেমে কাজ করে. এতে 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে. এর ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল. এতে কোয়াড কোর মিডিয়াটেক MT6737V/W দেওয়া হয়েছে. এই প্রসেসারের কল্ক স্পিড 1.25GHz.
আরো দেখুন: Karbonn Aura 4G স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.5290
এর সঙ্গে এতে 2GB র্যাম আছে. ফোনটির ক্যামেরা সেটআপের দিকে দেখলে দেখা যাবে যে এই ফোনটিতে 8মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ, পিক্সড ফোকাস আর নাইট ভিসান রেকর্ডিং আছে. এর সঙ্গে এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে.
এই ফোনটিতে কোম্পানি 16GB’র ইন্টারনাল স্টোরেজ দিয়েছে. এটির ব্যাটারি 2450mAh. এতে 4G VoLET, ব্লুটুথ 4.0, ওয়াই-ফাই 802.11 b/g/n আর GPS এর মতন ফিচার্স আছে. এটির থিকনেস 9.15mm.
আরো দেখুন: নোকিয়া ফোন জুনের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে
আরো দেখুন: Nubia N1 Lite পেল FCC সার্টিফিকেশন