Samsung Z4 আজ ভারতে সেলের জন্য পাওয়া যাবে
এই স্মার্টফোনর ফ্রন্টে ফ্ল্যাশ আছে আর এটি 4G VoLTE সাপোর্ট করে, এর দাম RS. 5790
Samsung Z4 কিছুদিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল, আর আজ থেকে এই স্মার্টফোনটি ভারতে সেলের জন্য পাওয়া যাবে। আপাতত এই ফোনটি অফলাইন স্টোর্সে কেনা যাব। এর দাম Rs. 5,790। এটি ব্ল্যাক আর গোল্ড রঙে সেলের জন্য পাওয়া যাবে।
Samsung Z4 এর ফিচার্স কেমন তা এবার দেখা যাক, এতে Tizen 3.0 অপারেটিং সিস্টেম আছে। Samsung Z4 স্মার্টফোনে থাকা ক্যামেরা সেটআপের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে, এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটিও 5 মেগাপিক্সালের। এর সাম্নের দিকেও LED ফ্ল্যাশ আছে।
এই স্মার্টফোনটি সিঙ্গেল আর ডুয়াল সিম দুটি অপশনেই সেলের জন্য পাওয়া যাবে। এতে 4.5 ইঞ্চির WVGA ডিসপ্লে আছে। এতে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন480×800 পিক্সাল। এর সঙ্গে এতে 1.5GHz কোয়াড কোর প্রসেসার আর 1GB র্যাম আছে।
কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 b/g/n,ব্লুটুথ 4.0, USB 2.0, GPS এর মতন ফিচার্স আছে। এতে 2050mAh এর ব্যাটারি আছে। এর থিকনেশ 10.3mm আর ওজন 143 গ্রাম।