স্যামসং বাজারে তাদের নতুন স্মার্টফোন Samsung Z4 নিয়ে এসেছে. এই স্মার্টফোনটি Tizen 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে. এই স্মার্টফোনটি কিছু দেশের বাজারে আনা হবে. এটি মে মাসে সেবার আগে ভারতে লঞ্চ হবে. এই স্মার্টফোনটি ব্ল্যাক, গোল্ড আর সিলভার রঙে কিনতে পাওয়া যাবে. তবে এখনও অব্দি কোম্পানি এর দামের ব্যাপারে কোন খবর দেয়নি. এর সঙ্গে এর লঞ্চিং ডেটের বিষয়েও কোন খবর পাওয়া যায়নি.
Samsung Z4 স্মার্টফোনটির ক্যামেরা সেটআপের দিকে যদি দেখা যায় তবে এতে 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে আছে, এর সঙ্গে এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে. এর সামনের দিকেও LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে.
এই স্মার্টফোনটি সিঙ্গেল আর ডুয়াল সিম দুটি অপশন সাপোর্ট করবে. এতে 4.5ইঞ্চির WVGA ডিসপ্লে আছে. এটি একটি 2.5 কার্ভড গ্লাস ডিসপ্লে. এই ডিসপ্লের রেজিলিউশন 480×800 পিক্সাল. এর সঙ্গে এটি 1.5GHz কোয়াড কোর প্রসেসার আর 1GB র্যাম যুক্ত.
এই স্মার্টফোনটিতে কানেকটিভিটির জন্য 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 b/g/n, ব্লুটুথ 4.0, USB 2.0, GPS এর মতন ফিচার্স দেওয়া হয়েছে. এটি 2050mAh এর ব্যাটারি যুক্ত. এর থিকনেস 10.3mm আর এর ওজন 143 গ্রাম.