Samsung galaxy s8 আর Samsung galaxy s8 plus লঞ্চ হল

Updated on 25-May-2017
HIGHLIGHTS

এই ফোন দুটি মিডনাইট ব্ল্যাক, অর্কিড গ্রে, অর্কিড সিলভার, কোরাল ব্লু আর ম্যাপেল গোল্ড রঙের ভেরিয়ান্টে পাওয়া যাবে

স্যামসং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung s8 আর Samsung Galaxy 8 plus লঞ্চ করে দিয়েছে. এই দুটি স্মার্টফোন কেনর জন্য 21 এপ্রিল থেকে পাওয়া যাবে. এইদুটি ফোন মিডনাইট ব্ল্যাক, অর্কিড গ্রে, অর্কিড সিলভার, কোরাল ব্লু আর ম্যাপেল গোল্ড কালার ভেরিয়ান্টে পাওয়া যাবে.
 
Samsung Galaxy 8 এ বেজলেশ ডিজাইনের সঙ্গে 5.8 ইঞ্চি ডিসপ্লে আছে সেখানে Samsung Galaxy 8 plus এ 6.2 ইঞ্চির স্ক্রিন আছে. এই দুটি স্মার্টফোনে 2960 x 1440p রেজিলিউশন আছে. এই দুটি স্মার্টফোনে ইনফিনিটি ডিসপ্লে আর ভার্চুয়াল অ্যাসিস্টেন্স আছে.
গ্যালাক্সি S8 এ 1440 X 2960p র রেজিলিউশন আছে. এর আগে এলজি G6 এ 18:9 এর অ্যাস্পেক্টার রেসিও দেখা গেছিল. ডিভাইস এর বটমে অন স্ক্রিন নেভিগেশন বটন আছে. ফোনের ডান দিকে ভলিউম কন্ট্রোল আর পাওয়ার বটন আছে.
এই ফোনের ফ্রন্ট প্যানেলে কোন ফিজিকাল বটন নেই. এর মানে এই যে ইউযাররা নিজেদের দরকার অনুসারে অন স্ক্রিন কন্ট্রোল কে কাস্টমাইস করতে পারবে. গ্যালাক্সি S8 এ স্ন্যাপড্রাগন 835 প্রসেসর আছে. আপনাদের জানিয়ে রাখি যে এখনও অব্দি কোন ফোনে এই প্রসেসরের ব্যবহার করা হয়নি. এছাড়া এই ফোনে 5.8 ইঞ্চি আর গ্যালাক্সি S8 প্লাসে 6.2 ইঞ্চির QHD Super AMOLED ডিসপ্লে থাকবে. এই দুটি ফোন IP68 টেকনিক যুক্ত যাতে ডাস্ট আর ওয়াটার প্রটেকশন আছে.
গ্যালাক্সি S8 এ AI অ্যাসিস্টেন্ট ‘Bixby’ ও আছে. এই ফিচার ভয়েস কমান্ডে কাজ করে আর ইউযার দের কোয়ারির উত্তর দেবে. এছাড়া মনে করা হচ্ছে যে এই ডিভাইসে 4GB র্যাম আর 64Gb ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসে 3000mAH ব্যাটারি আছে যেখানে S8 প্লাসে 3500mAh ব্যাটারি আছে যা ওয়ার আর ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে.
 
এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 12 মেগাপিক্সাল আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সলের. এছাড়া এই ফোন ওয়ারলেস চার্জিং এর ফিচারও আছে. Samsung galaxy S8 আর S8 plus দুটি ডিভাইসে বায়োমেট্রিক অথেন্টিকেসন ফিচার আছে.
 
এই দুটি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আছে. এই ডিভাইসে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0, ওয়াই ফি 802.11 a/b/g/n/ac, ইউএসবি টাইপ C পোর্ট আছে. এছাড়া GPS, GLONASS আর 4G LTE আছে.

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :