এবার স্যামসং আনতে চলেছে দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেট

Updated on 15-Feb-2017
HIGHLIGHTS

এ সপ্তাহের শুরুর দিকে গ্যালাক্সি নোট ৫-এ একটি আপডেট এনেছে স্যামসং৷ সেখানে যোগ করা হয়েছে ‘স্যামসং পে’ অ্যাপটি৷

ডিজিটাল লেনদেনে স্বনির্ভর হচ্ছে গোটা দেশ৷ নোট বাতিলের পর থেকেই এ ব্যাপারে জোর দিয়েছে কেন্দ্র৷ সে কারণেই এই মুহূর্তে গোটা দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ আর তাই এবার নয়া পদক্ষেপ স্যামসংয়ের৷ চলতি বছরের প্রথম ভাগেই দেশে লঞ্চ হতে চলেছে ‘স্যামসং পে’৷

আরও দেখুন : LG সিগনেচার OLED স্মার্ট টিভি 4 x HDMI পোর্টস, 1 USB 3.0 পোর্ট, 2 x USB2.0 পোর্টস এবং 1 x LAN পোর্ট দিয়ে সজ্জিত করা

এ বছরই ভারতে মোবাইল পেমেন্ট ওয়ালেট লঞ্চ করার কথা ছিল অ্যাপলের৷ তবে তার আগেই এদিকে নজর দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি৷ গতবছরের শেষের দিকে দেশে এ সার্ভিস চালু করা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছে সংস্থাটি৷ এ সপ্তাহের শুরুর দিকে গ্যালাক্সি নোট ৫-এ একটি আপডেট এনেছে স্যামসং৷ সেখানে যোগ করা হয়েছে ‘স্যামসং পে’ অ্যাপটি৷ এই অ্যাপের মাধ্যমেই ‘ম্যাগনেটিক সিকিওর ট্রান্সমিশন’ সম্ভব৷ অর্থাৎ সরাসরি মোবাইল থেকে পেমেন্ট টার্মিনালের কার্ড রিডারের সঙ্গে সংযোগ রাখা যাবে৷

নয়া এই পেমেন্ট অ্যাপ অনেকটাই নিরাপদ হবে বিশেষজ্ঞদের ধারণা৷ কেননা স্যামসং ব্যবহারকারীদের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে৷ ফলে লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা থাকবে৷ এই মুহূর্তে পেটিএম, মোবিকুইকের মতো পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ স্যামসংয়ের এই নিজস্ব অ্যাপে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রবণতায় অনেকটাই ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে৷

আরও দেখুন : বিশ্বের প্রথম 'গুগল ওয়াই ফাই সিটি' হতে চলেছে পুনে

আরও দেখুন : এবার অ্যাপেলের গায়ে ট্যাগ লাগবে 'মেড ইন ইন্ডিয়া'

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :