এবার স্যামসং আনতে চলেছে দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেট

এবার স্যামসং আনতে চলেছে দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেট
HIGHLIGHTS

এ সপ্তাহের শুরুর দিকে গ্যালাক্সি নোট ৫-এ একটি আপডেট এনেছে স্যামসং৷ সেখানে যোগ করা হয়েছে ‘স্যামসং পে’ অ্যাপটি৷

ডিজিটাল লেনদেনে স্বনির্ভর হচ্ছে গোটা দেশ৷ নোট বাতিলের পর থেকেই এ ব্যাপারে জোর দিয়েছে কেন্দ্র৷ সে কারণেই এই মুহূর্তে গোটা দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ আর তাই এবার নয়া পদক্ষেপ স্যামসংয়ের৷ চলতি বছরের প্রথম ভাগেই দেশে লঞ্চ হতে চলেছে ‘স্যামসং পে’৷

আরও দেখুন : LG সিগনেচার OLED স্মার্ট টিভি 4 x HDMI পোর্টস, 1 USB 3.0 পোর্ট, 2 x USB2.0 পোর্টস এবং 1 x LAN পোর্ট দিয়ে সজ্জিত করা

এ বছরই ভারতে মোবাইল পেমেন্ট ওয়ালেট লঞ্চ করার কথা ছিল অ্যাপলের৷ তবে তার আগেই এদিকে নজর দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি৷ গতবছরের শেষের দিকে দেশে এ সার্ভিস চালু করা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছে সংস্থাটি৷ এ সপ্তাহের শুরুর দিকে গ্যালাক্সি নোট ৫-এ একটি আপডেট এনেছে স্যামসং৷ সেখানে যোগ করা হয়েছে ‘স্যামসং পে’ অ্যাপটি৷ এই অ্যাপের মাধ্যমেই ‘ম্যাগনেটিক সিকিওর ট্রান্সমিশন’ সম্ভব৷ অর্থাৎ সরাসরি মোবাইল থেকে পেমেন্ট টার্মিনালের কার্ড রিডারের সঙ্গে সংযোগ রাখা যাবে৷

নয়া এই পেমেন্ট অ্যাপ অনেকটাই নিরাপদ হবে বিশেষজ্ঞদের ধারণা৷ কেননা স্যামসং ব্যবহারকারীদের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে৷ ফলে লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা থাকবে৷ এই মুহূর্তে পেটিএম, মোবিকুইকের মতো পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ স্যামসংয়ের এই নিজস্ব অ্যাপে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রবণতায় অনেকটাই ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে৷

আরও দেখুন : বিশ্বের প্রথম 'গুগল ওয়াই ফাই সিটি' হতে চলেছে পুনে

আরও দেখুন : এবার অ্যাপেলের গায়ে ট্যাগ লাগবে 'মেড ইন ইন্ডিয়া'

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo