Samsung Smartphones Discount: স্যামসাং এর 2 সস্তা 5G স্মার্টফোন হল 5500 টাকা পর্যন্ত সস্তা

Samsung Smartphones Discount: স্যামসাং এর 2 সস্তা 5G স্মার্টফোন হল 5500 টাকা পর্যন্ত সস্তা
HIGHLIGHTS

স্যামসাং তার দুটি জনপ্রিয় মিড-রেঞ্জ 5G স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট এবং ডিল এর ঘোষনা করেছে

এতে Samsung Galaxy A54 5G এবং Samsung Galaxy A34 5G রয়েছে

এই দুটি স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে

Samsung Smartphones Discount: স্যামসাং তার দুটি জনপ্রিয় মিড-রেঞ্জ 5G স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট এবং ডিল এর ঘোষনা করেছে। এতে Samsung Galaxy A54 5G এবং Samsung Galaxy A34 5G রয়েছে। নতুন অফারের পর এই দুটি স্মার্টফোন আগের চেয়ে আরও সস্তায়ে কেনা যাবে।

Samsung Smartphones Discount: কত ছাড় পাওয়া যাবে?

গ্যালাক্সি A34 5G ফোনটি 30,999 টাকার দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন ছাড়ের পর এই ফোনটি মাত্র 25,999 টাকায় কেনা যাবে। এই অফারে কোম্পানি 3500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া, এতে Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে।

আরও পড়ুুন: Laptop Under Rs 50000: অ্যামাজন রিপাবলিক ডে সেলে অফারের ছড়াছড়ি! ল্যাপটপ 50 শতাংশ পর্যন্ত বাম্পার ছাড়

হাই-স্পেক্স সহ Galaxy A54 5G ফোনে আরও বেশি ডিসকাউন্ট এবং ডিল অফার করা হচ্ছে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের আসল দাম 38,999 টাকা ছিল। তবে এখন ছাড়ের পর এটি মাত্র 33,499 টাকায় আপনি কিনতে পারেন। এই অফারের মধ্যে রয়েছে 3,500 টাকার স্ট্যান্ডার্ড ক্যাশব্যাক এবং Axis ব্যাঙ্ক কার্ড পেমেন্টে অতিরিক্ত 2,000 টাকা ক্যাশব্যাক৷

Samsung 5G Smartphones Discount
হাই-স্পেক্স সহ Galaxy A54 5G ফোনে আরও বেশি ডিসকাউন্ট এবং ডিল অফার করা হচ্ছে

গ্যালাক্সি A54 5G কে আরও সস্তায় কিনতে আপনি Samsung Finance থেকে EMI পেমেন্ট স্কিমের আওতায় কিনতে পারবেন।

Samsung Galaxy A54 5G এবং Samsung Galaxy A34 5G কী স্পেসিফিকেশন রয়েছে?

এই দুটি স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

A54 5G এবং A34 5G দুটি ফোনেই জল এবং ধুলো থেকে রক্ষা করতে IP67 রেটিং সহ আসে।

Samsung Galaxy A34 5G price cut
এই দুটি স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে

স্মার্টফোনের রিয়ার ক্যামেরা লো-লাইটেও দুর্দান্ত ছবি এবং ভিডিও ক্লিক করে। এতে OIS সাপোর্ট দেওয়া হয়েছে। নাইটগ্রাফি মোড কম আলোর ফটোগ্রাফি আরও উন্নত করে।

ফোনে বাওয়ার দিতে বড় 5000mAh ব্যাটারি দেওয়া, যা একবার চার্জে সারাদিনের ব্যাটারি লাইফ অফার করে।

আরও পড়ুুন: iQoo Neo 9 Pro India Launch: স্ন্যাপড্রাগন 8 জেন 2 সহ এই দিন ভারতে আসছে নতুন ফোন, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo