আপনি যদি সস্তা দামের Samsung Smartphone কিনতে চাইছেন, তবে এটাই সুযোগ। আসলে Samsung Galaxy F04 ফোনটি লঞ্চ প্রাইস থেকে 2000 টাকা সস্তা হয়ে গিয়েছে। ছাড়ের পর স্যামসাং ফোনটি 6000 টাকার কম দামে কেনা যেতে পারে। আসুন ফোনের নতুন দাম, স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফোনের দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি F04 ফোনটি 7,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন ছাড়ের পর এটি মাত্র 5999 টাকায় বিক্রি হচ্ছে। শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে এই ফোন। দাম কম হওয়ার পরে গ্যালাক্সি F04 কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোনের মধ্যে একটি। এই ফোনটি জেড পার্পল এবং ওপাল গ্রিন কালার অপশনে কেনা যেতে পারে।
আরও পড়ুন: Lava Blaze Curve 5G: লাভা আনছে কার্ভড ডিসপ্লে সহ সস্তা 5G Smartphone, লিক হল ফিচার
এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যা 1560×720 পিক্সেল রেজোলিউশন সহ আসে।
স্যামসাং ফোনটি 2.3 GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P35 প্রসেসরে কাজ করে।
এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টামে কাজ করে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের পিছনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও পাওয়া যাবে। ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনে।
ফোনে 4GB RAM পাওয়া যাবে, যার সাথে 4GB ভার্চুয়াল RAM ও থাকছে। মোট 8GB RAM পাওয়া যাবে এতে। স্টোরেজ হিসেবে ফোনে 64GB স্টোরেজ থাকবে।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Oppo F25 Launch Date Leaked: লঞ্চের আগেই লিক হল ফোনের ফিচার, স্পেসিফিকেশন সহ সমস্ত ডিটেল