Samsung SM W2018 ফোনটির প্রথম প্রেস রেন্ডার লিক হল

Samsung SM W2018 ফোনটির প্রথম প্রেস রেন্ডার লিক হল
HIGHLIGHTS

Samsung SM W2018 গতবছর নভেম্বরে চিনে লঞ্চ হওয়া Samsung W2017 ফ্লিপ ফোনের সাকসেসার

Samsung 23 আগস্ট তাদের Galaxy Note 8 লঞ্চ করতে চলেছে। আর এও মনে করা হচ্ছে যে স্যামসং তাদের হাই এন্ড প্লিফ SM W2018 ফোনটিও লঞ্চ করবে। এতে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আর 6GB র‍্যাম থাকবে। এই প্রথম Samsung SM-W2018 এর পরিষ্কার ছবি ইন্টারনেটে লিক হয়েছে। Samsung SM W2018 গত বছর নভেম্বরে চিনে লঞ্চ হওয়া Samsung W2017 ফ্লিপ ফোনটির সাকসেসান।

আরও ভাল ডিলস এখানে দেখুন

Samsung SM-W2018, TENAA(Chinese regulatory agency) আর FCC (Federal Communications Commission) এর সার্টিফিকেশান পেয়েছে। তবে এখনও অব্দি এটা জানা যায়নি যে এই ফোনটি চিনের বাইরেও যাবে কিনা।

SlashLeaks এর পোস্টের ছবিতে দেখানো হয়েছে যে SM-W2018 কালারমের্শাল ডিজাইন আর ফিচার দেওয়া হয়েছে। আর এই ফোনটির লুক এর প্রেস রেন্ডারের সঙ্গে সাযুজ্য যুক্ত। এই ফোনটির ফ্রন্ট টপে কোম্পানির ব্র্যান্ডনেম দেওয়া হয়েছে। আর এর বটমে টাচ বটন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক সাইডে ক্যামেরা সেন্সার আছে আর তার একদম চিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।  

TENAA এর আগের লিস্ট অনুসারে Samsung W2018তে 4.2 ইঞ্চির ফুল HD (1920 x 1080p) ডিসপ্লে আছে। এই ফোনটিতে 2.15GHz কোয়াড কোর 64-বিট স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এতে অ্যাড্রিনো 308 GPU আছে। এই ফোনটির র‍্যাম 4GB। এতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো আছে এই ফোনের ব্যাটারি 2300 mAh। এই ফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে 12 মেগাপিক্সালের অটোফোকাস রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাসের সঙ্গে আছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এছাড়া এতে অন্যান্য দরকারি ফিচার্স যেমন 4G LTE, VoLTE, ব্লুটুথ, GPS, মাইক্রো USB পোর্টের মতন ফিচার্স আছে।

সোর্সঃ  ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo