45W ফাস্ট চার্জিং ডেমো দেখাল স্যামসাং পরের ফ্ল্যাগশিপ ফোনে আসতে পারে

45W ফাস্ট চার্জিং ডেমো দেখাল স্যামসাং পরের ফ্ল্যাগশিপ ফোনে আসতে পারে
HIGHLIGHTS

স্যামসাং তাদের 45W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে

Galaxy Note 10+ ফোনে 45W ফাস্ট চার্জ থাকতে পারে

স্যামসাং সামনের মাসে তাদের Galaxy Note 10 আর Note 10+ ফোন দুটি লচন করবে। আর CENT অনুসারে স্যামসাং সামনের মাসের 7 তারিখে মানে আগস্ট মাসে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। আশা করা হচ্ছে যে galaxy Note 10 আর Note 10+ ফোন দুটি এই সময়ে আসবে। আর এই ফোনে মানে এই সিরিজে ইনফিনিটি O ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা 45W ফাস্ট চার্জ প্রযুক্তি পাবেন।

Galaxy Note 10 ফোনে আপনারা পরবর্তী 45W চার্জিং পাবেন বলে মনে করা হছে। 2019 MWC সাংহাইতে স্যামসাং তাদের 45w ফস্ট চার্জ USB PD ডিজাইন দেখিয়েছে। আর এটি ওয়ার্ড চার্জিং হুয়াওয়ের 40W প্রযুক্তির থেকে ভাল হতে পারে। আর এটি অবশ্য ওপ্পোর 50W VOCC ফাস্ট চার্জিং প্রযুক্তি থেকে স্লো হবে। Galaxy S10 5G ফোনটি 25W ফাস্ট চার্জিং যুক্ত যা USB পাওয়ার ডেলিভারি 3.0 সাপোর্ট করে।

আর আমরা যদি Huawei P30 Pro ফোনটি দেখি তবে এই ফোনে 4200mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর স্যামসাং Galaxy S10+ ফোনে আপনারা 4,1000mAh য়ের ব্যাটারি পাবেন।

একটি ওয়েবো রিপোর্টে ডিজিটাল ব্লগার সবার আগে স্যামসাংয়ের 45W ফাস্ট চার্জিং প্রযুক্তির কথা জানান। আর মাই ড্রাইভার্স পোস্ট স্পট করে এবার IC আর পাওয়ার কন্ট্রোলার চিপের ডিজাইন দেখা গেছে। স্যামসাং দুটি USB টাইপ C পাওয়ার কন্ট্রোল চিপ রিলিজ করেছে। এই চিপ SE8A আর MM101 মডেল নাম্বারের সঙ্গে 100W চার্জিং পাওয়ার সাপোর্ট করবে। আর এখনও এটা স্পস্ট নয় যে গ্যালাক্সি নোট 10 আসলে 45W ফাস্ট চার্জ সাপোর্ট করবে কিনা।

রিপোর্ট অনুসারে স্যামসাং তাদের গ্যালাক্সি A90 ফোনের রিব্র্যান্ড করেছে আর galaxy R সিরিজ হিসাবে আসবে যা 45W চার্জিং সাপোর্ট করবে। আর গ্যালাকিস নোট 10 ফোনে 25W ফাস্ট চার্জিং আসতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo