2023-এ ভারতে লঞ্চ হওয়া Samsung-এর সেরা 5G ফোন কিনতে চান? তালিকায় থাক এগুলো

2023-এ ভারতে লঞ্চ হওয়া Samsung-এর সেরা 5G ফোন কিনতে চান? তালিকায় থাক এগুলো
HIGHLIGHTS

2023 সালে Samsung একাধিক 5G ফোন ভারতে লঞ্চ করেছে

তালিকায় রাখুন Samsung Galaxy S23 Ultra

এছাড়া Galaxy S22 Ultra বা Galaxy S23 ফোনটিকেও রাখতে পারেন

Counterpoint -এর রিসার্চ অনুযায়ী ভারতে এখন যে ফোনগুলো বিক্রি হচ্ছে তার 43% হচ্ছে 5G ফোন। দেশে গত বছরই 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। কয়েক হাজার জায়গায় পৌঁছে গিয়েছে এই পরিষেবা। ফলে এই পরিষেবা যত বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে তত বেশি করে মানুষের 5G ফোনের চাহিদাও বাড়ছে।

Samsung -এর তরফে ইতিমধ্যেই একাধিক 5G স্মার্টফোন দেশে লঞ্চ করে ফেলা হয়েছে। কিন্তু এর মধ্যে সেরা কোনগুলো? 2023 সালের ভারতে বিক্রি হওয়া Samsung -এর 5G ফোনের তালিকা দেখুন। 

Samsung Galaxy S23 Ultra

Samsung Galaxy S23 Ultra ফোনটি Samsung -এর এযাবৎকালের সেরা ফোন। এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে। এখানে ডাউনলোড স্পিড 10,000 mbps পর্যন্ত সাপোর্ট করে আর আপলোডের ক্ষেত্রে সেটা 3,500 mbps।

এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে আছে। এটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে। 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এখানে। 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। 

Samsung Galaxy S23

এটি এই বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S23 সিরিজের বেস মডেল। এখানে একটি 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে। Full HD+ রেজোলিউশন সহ 48 থেকে 120 Hz রিফ্রেশ রেট মিলবে।

আরও পড়ুন: 2023 সালে দেশে লঞ্চ হওয়া OnePlus-এর সেরা ক্যামেরা ফোন কোনগুলো? আছে কোন ফিচার

এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে। 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 3900 mAh ব্যাটারি আছে এখানে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। 

Samsung Galaxy S22 Ultra

Samsung Galaxy S22 Ultra ফোনটি হয়তো এক জেনারেশন পুরনো কিন্তু তবুও এটি Samsung -এর অন্যতম সেরা ফোন। এখানে Snapdragon 8 Gen 1 প্রসেসর আছে। এখানে  ডাউনলোড স্পিড 10,000 mbps পর্যন্ত সাপোর্ট করে আর আপলোডের ক্ষেত্রে সেটা 3,000 mbps।

Samsung s Best 5G phones launched in India in 2023

5G সাপোর্ট ছাড়াও এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে আছে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে এখানে। আছে 10 গুণ পেরিস্কোপ লেন্স। 3 গুণ সাধারণ জুম লেন্স।

ফ্রন্ট ক্যামেরায় আছে 40 মেগাপিক্সেলের একটি সেন্সর। 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে। 

Samsung Galaxy Z Fold 4

আরও পড়ুন:  iPhone 15-তে অবশেষে আসছে ফাস্ট চার্জিং-এর সুবিধা? নতুন ফাঁস হওয়া তথ্য কী জানাচ্ছে?

এটি Samsung -এর অন্যতম দামী ফোন। ফলে দাম অনুযায়ী বোঝাই যাচ্ছে এখানে আপনি সমস্ত সেরা ফিচার পাবেন। এখানে Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে।

এখানেও ডাউনলোড স্পিড 10,000 mbps পর্যন্ত সাপোর্ট করে আর আপলোডের ক্ষেত্রে 3,500 mbps স্পিড পাওয়া যাবে। 120 Hz রিফ্রেশ রেট সহ একটি মূল ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 45W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4400 mAh ব্যাটারি আছে। 

Samsung Galaxy Z Flip 4

এখানে Snapdragon 8+ Gen 1 প্রসেসর আছে। 120 Hz রিফ্রেশ রেট সহ Full HD ডিসপ্লে রয়েছে। আছে 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা।

25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 3700 mAh ব্যাটারি আছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। 

Samsung Galaxy S21 FE

আপনি যদি সস্তার কোনও ফোন চান তাহলে এটিকে বেছে নিতে পারেন। এখানে কম দামে ভালো পারফরমেন্স পাবেন। Exynos 2100 প্রসেসরের সাহায্যে চলে এটি।

এখানে 7.35 GBPS ডাউনলোড স্পিড এবং 3.67 GBPS আপলোড স্পিড পাওয়া যায়। Full HD AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি। আছে 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo